কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে নতুন ৭৫ জনের করোনা শনাক্ত, একজন পজেটিভসহ ৩ জনের মৃত্যু

 কিশোরগঞ্জ নিউজ রিপোর্ট | ১৪ জুলাই ২০২১, বুধবার, ১০:৪৩ | বিশেষ সংবাদ 


কিশোরগঞ্জে করোনাভাইরাস কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতি নিয়ে সর্বশেষ বুধবার (১৪ জুলাই) দিবাগত রাতে প্রকাশিত রিপোর্টে মোট ৭৫ জনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এর বিপরীতে জেলা এদিন সুস্থ হয়েছেন মোট ৭৯ জন। এছাড়া একজন করোনায় আক্রান্ত এবং দুইজন করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন।

সর্বশেষ মারা যাওয়া ব্যক্তি একজন পুরুষ (৭৫)। তিনি জেলার কটিয়াদী উপজেলার বাসিন্দা। মঙ্গলবার (১৩ জুলাই) তিনি কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাব থেকে গত ৮ জুলাই সংগৃহীত মোট ২১২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৫৬ জনের কোভিড-১৯ পজেটিভ এসেছে।

এ রিপোর্টে মোট ৪৪৬ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট দেওয়া হয়েছে।

বাকি ২৩৪ জনের মধ্যে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে মঙ্গলবার (১৩ জুলাই) ৭০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৭ জনের কোভিড-১৯ পজেটিভ এসেছে।

এছাড়া হোসেনপুর, করিমগঞ্জ, তাড়াইল, পাকুন্দিয়া, বাজিতপুর ও মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ১৬৪ জনের রেপিড এন্টিজেন টেস্টে ১২ জনের কোভিড-১৯ পজেটিভ এসেছে।

ফলে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত বর্তমান রোগীর সংখ্যা ৫ জন কমেছে।

আগের দিন মঙ্গলবার (১৩ জুলাই) জেলায় করোনা আক্রান্তের মোট সংখ্যা ছিল ১৩৮৩ জন। জেলায় বর্তমান রোগীর সংখ্যা মোট ১৩৭৮ জন।

জেলায় নতুন করোনা শনাক্ত হওয়া মোট ৭৫ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় সর্বোচ্চ ৪৪ জন শনাক্ত হয়েছে।

বাকি ৩১ জনের মধ্যে করিমগঞ্জ উপজেলায় ১ জন, তাড়াইল উপজেলায় ৩ জন, পাকুন্দিয়া উপজেলায় ৭ জন, কটিয়াদী উপজেলায় ২ জন, কুলিয়ারচর উপজেলায় ৫ জন, ভৈরব উপজেলায় ১ জন, নিকলী উপজেলায় ১ জন, বাজিতপুর উপজেলায় ১০ জন এবং মিঠামইন উপজেলায় ১ জন শনাক্ত হয়েছে।

নতুন সুস্থ হওয়া ৭৯ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলার সর্বোচ্চ ৪৮ জন রয়েছেন।

এছাড়া বাকি ৩১ জনের মধ্যে তাড়াইল উপজেলার ১১ জন এবং ভৈরব উপজেলার ২০ জন রয়েছেন।

ফলে শনাক্ত এবং সুস্থতার অনুপাতে এদিন কিশোরগঞ্জ সদর উপজেলার করোনা পরিস্থিতির উন্নতি হয়েছে।

তবে মোট শনাক্ত, সুস্থ ও মৃত্যু সব সূচকেই জেলার মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলা শীর্ষে রয়েছে।

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে বর্তমানে আক্রান্ত ও সন্দেহজনক মোট ভর্তি রোগীর সংখ্যা ১৮১ জন যাদের মধ্যে ১০ জন আইসিইউতে রয়েছেন।

গত ২৪ ঘন্টায় নতুন ২৬ জন রোগী ভর্তি হয়েছেন এবং ১৯ জন ছাড়পত্র পেয়েছেন।

হাসপাতালটিতে একজন কোভিড-১৯ পজেটিভ এবং দুইজন সন্দেহজনক কোভিড-১৯ রোগী মারা গেছেন।

এই সময় পর্যন্ত জেলায় মোট ৭২০০ জন শনাক্ত, ৫৭০৯ জন সুস্থ এবং ১১৩ জন মৃত্যুবরণ করেছেন।

বর্তমানে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী ১৩৭৮ জন। তাদের মধ্যে ১০৬ জন হাসপাতাল ও ১২৭২ জন হোম আইসোলেশনে রয়েছেন।

বর্তমানে করোনা আক্রান্ত মোট ১৩৭৮ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় সর্বোচ্চ ৭৩০ জন, হোসেনপুর উপজেলায় ৩৯ জন, করিমগঞ্জ উপজেলায় ৬৪ জন, তাড়াইল উপজেলায় ৪৬ জন, পাকুন্দিয়া উপজেলায় ১১৬ জন, কটিয়াদী উপজেলায় ১৪৪ জন, কুলিয়ারচর উপজেলায় ১৭ জন, ভৈরব উপজেলায় ১২২ জন, নিকলী উপজেলায় ১৭ জন, বাজিতপুর উপজেলায় ৪৬ জন, ইটনা উপজেলায় ২৫ জন, মিঠামইন উপজেলায় ১১ জন এবং অষ্টগ্রাম উপজেলায় ১ জন রয়েছেন।

জেলায় মোট মৃত্যু ১১৩ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় সর্বোচ্চ ৪১ জন, হোসেনপুর উপজেলায় ৫ জন, করিমগঞ্জ উপজেলায় ৮ জন, তাড়াইল উপজেলায় ৩ জন, পাকুন্দিয়া উপজেলায় ৬ জন, কটিয়াদী উপজেলায় ৭ জন, কুলিয়ারচর উপজেলায় ৫ জন, ভৈরব উপজেলায় ২৪ জন, নিকলী উপজেলায় ৪ জন, বাজিতপুর উপজেলায় ৮ জন, ইটনা উপজেলায় ১ জন এবং মিঠামইন উপজেলায় ১ জন রয়েছেন।

জেলার একমাত্র অষ্টগ্রাম উপজেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে কোন মৃত্যু নেই।

এদিকে গত ৭ ফেব্রুয়ারি ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু হওয়ার পর গত ২৫ এপ্রিল পর্যন্ত মোট ৭৬ হাজার ৬৬৫ জন প্রথম ডোজ টিকা নিয়েছেন।

এরপর গত ১৯ জুন থেকে সাইনোফার্ম ভ্যাকসিনের প্রথম ডোজ দেয়া শুরু হয়েছে। এ পর্যন্ত মোট ১০ হাজার ৫৭৫ জন সাইনোফার্ম ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন।

গত ২৪ ঘন্টায় ২৯৯০ জন সাইনোফার্ম ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন।

অন্যদিকে গত ৮ এপ্রিল থেকে এ পর্যন্ত মোট ৫৯ হাজার ৩০৭ জন দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন।

গত ২৪ ঘন্টায় কেউ দ্বিতীয় ডোজ টিকা নেননি।

কিশোরগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান এসব তথ্য কিশোরগঞ্জ নিউজকে নিশ্চিত করেছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর