কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে করোনার ভয়াল থাবা, ৬ জন পজেটিভসহ ৯ জনের মৃত্যু, নতুন ৮৯ জনের শনাক্ত

 কিশোরগঞ্জ নিউজ রিপোর্ট | ১৫ জুলাই ২০২১, বৃহস্পতিবার, ১১:১০ | বিশেষ সংবাদ 


কিশোরগঞ্জে করোনাভাইরাস কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠছে। করোনাভাইরাসের ভয়াল থাবায় বাড়ছে করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা। মৃত্যুর এ মিছিলে প্রতিদিন যুক্ত হচ্ছে নতুন নতুন নাম। করোনার এই রুদ্রমূর্তিতে হাসপাতালে রোগীর চাপ আরো বেড়েছে।

সর্বশেষ বৃহস্পতিবার (১৫ জুলাই) দিবাগত রাতে প্রকাশিত রিপোর্টে ৬ জন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এছাড়া করোনা উপসর্গ নিয়ে তিনজন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। ফলে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা এখন ১১৯।

সর্বশেষ রিপোর্টে মোট ৮৯ জনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এর বিপরীতে জেলায় এদিন সুস্থ হয়েছেন মোট ৪২ জন।

সর্বশেষ করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ৬ জনের মধ্যে ৫ জন পুরুষ ও ১ জন নারী।

এর মধ্যে নিকলী উপজেলার দুইজন পুরুষ বয়স যথাক্রমে ৬১ ও ৭০ বছর, পাকুন্দিয়া উপজেলার একজন তরুণ (১৯), ভৈরব উপজেলার একজন পুরুষ (৪০) এবং তাড়াইল উপজেলার একজন নারী (৬৫) ও একজন পুরুষ (৭৬) মারা গেছেন।

তাদের মধ্যে নিকলী উপজেলার দুইজন ও পাকুন্দিয়া উপজেলার একজন এই তিনজন বুধবার (১৪ জুলাই) কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাব থেকে পাওয়া গত ১০, ১১ ও ১২ জুলাই সংগৃহীত মোট ১৭৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৫৩ জনের কোভিড-১৯ পজেটিভ এসেছে।

এ রিপোর্টে মোট ৪৬৩ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট দেওয়া হয়েছে।

বাকি ২৮৭ জনের মধ্যে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে বুধবার (১৪ জুলাই) ৭৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১০ জনের কোভিড-১৯ পজেটিভ এসেছে।

এছাড়া শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং হোসেনপুর, পাকুন্দিয়া, কুলিয়ারচর, বাজিতপুর ও ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ২০৯ জনের রেপিড এন্টিজেন টেস্টে ২৬ জনের কোভিড-১৯ পজেটিভ এসেছে।

ফলে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত বর্তমান রোগীর সংখ্যা ৪১ জন বেড়েছে।

আগের দিন মঙ্গলবার (১৩ জুলাই) জেলায় করোনা আক্রান্তের মোট সংখ্যা ছিল ১৩৭৮ জন। জেলায় বর্তমান রোগীর সংখ্যা মোট ১৪১৯ জন।

জেলায় নতুন করোনা শনাক্ত হওয়া মোট ৮৯ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় সর্বোচ্চ ২৩ জন শনাক্ত হয়েছে।

বাকি ৬৬ জনের মধ্যে করিমগঞ্জ উপজেলায় ৪ জন, পাকুন্দিয়া উপজেলায় ৯ জন, কটিয়াদী উপজেলায় ১৪ জন, কুলিয়ারচর উপজেলায় ৮ জন, ভৈরব উপজেলায় ২০ জন, নিকলী উপজেলায় ২ জন, বাজিতপুর উপজেলায় ৫ জন, ইটনা উপজেলায় ২ জন, মিঠামইন উপজেলায় ১ জন এবং অষ্টগ্রাম উপজেলায় ১ জন শনাক্ত হয়েছে।

নতুন সুস্থ হওয়া ৪২ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলার সর্বোচ্চ ৩৪ জন রয়েছেন।

এছাড়া বাকি ৮ জনের মধ্যে কুলিয়ারচর উপজেলার ৩ জন এবং নিকলী উপজেলার ৫ জন রয়েছেন।

ফলে শনাক্ত এবং সুস্থতার অনুপাতে এদিন কিশোরগঞ্জ সদর উপজেলার করোনা পরিস্থিতির উন্নতি হয়েছে।

তবে মোট শনাক্ত, সুস্থ ও মৃত্যু সব সূচকেই জেলার মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলা শীর্ষে রয়েছে।

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে বর্তমানে আক্রান্ত ও সন্দেহজনক মোট ভর্তি রোগীর সংখ্যা ১৮৬ জন যাদের মধ্যে ১০ জন আইসিইউতে রয়েছেন।

গত ২৪ ঘন্টায় নতুন ২৯ জন রোগী ভর্তি হয়েছেন এবং ১৯ জন ছাড়পত্র পেয়েছেন।

হাসপাতালটিতে ৩ জন কোভিড-১৯ পজেটিভ এবং ৩ জন সন্দেহজনক কোভিড-১৯ রোগী মারা গেছেন।

এই সময় পর্যন্ত জেলায় মোট ৭২৮৯ জন শনাক্ত, ৫৭৫১ জন সুস্থ এবং ১১৯ জন মৃত্যুবরণ করেছেন।

বর্তমানে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী ১৪১৯ জন। তাদের মধ্যে ১১৩ জন হাসপাতাল ও ১৩০৬ জন হোম আইসোলেশনে রয়েছেন।

বর্তমানে করোনা আক্রান্ত মোট ১৪১৯ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় সর্বোচ্চ ৭১৯ জন, হোসেনপুর উপজেলায় ৩৯ জন, করিমগঞ্জ উপজেলায় ৬৮ জন, তাড়াইল উপজেলায় ৪৪ জন, পাকুন্দিয়া উপজেলায় ১২৪ জন, কটিয়াদী উপজেলায় ১৫৮ জন, কুলিয়ারচর উপজেলায় ২২ জন, ভৈরব উপজেলায় ১৪১ জন, নিকলী উপজেলায় ১২ জন, বাজিতপুর উপজেলায় ৫১ জন, ইটনা উপজেলায় ২৭ জন, মিঠামইন উপজেলায় ১২ জন এবং অষ্টগ্রাম উপজেলায় ২ জন রয়েছেন।

জেলায় মোট মৃত্যু ১১৯ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় সর্বোচ্চ ৪১ জন, হোসেনপুর উপজেলায় ৫ জন, করিমগঞ্জ উপজেলায় ৮ জন, তাড়াইল উপজেলায় ৫ জন, পাকুন্দিয়া উপজেলায় ৭ জন, কটিয়াদী উপজেলায় ৭ জন, কুলিয়ারচর উপজেলায় ৫ জন, ভৈরব উপজেলায় ২৫ জন, নিকলী উপজেলায় ৬ জন, বাজিতপুর উপজেলায় ৮ জন, ইটনা উপজেলায় ১ জন এবং মিঠামইন উপজেলায় ১ জন রয়েছেন।

জেলার একমাত্র অষ্টগ্রাম উপজেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে কোন মৃত্যু নেই।

এদিকে গত ৭ ফেব্রুয়ারি ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু হওয়ার পর গত ২৫ এপ্রিল পর্যন্ত মোট ৭৬ হাজার ৬৬৫ জন প্রথম ডোজ টিকা নিয়েছেন।

এরপর গত ১৯ জুন থেকে সাইনোফার্ম ভ্যাকসিনের প্রথম ডোজ দেয়া শুরু হয়েছে। এ পর্যন্ত মোট ১৩ হাজার ২২৩ জন সাইনোফার্ম ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন।

গত ২৪ ঘন্টায় ২৬৪৮ জন সাইনোফার্ম ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন।

অন্যদিকে গত ৮ এপ্রিল থেকে এ পর্যন্ত মোট ৫৯ হাজার ৩০৭ জন দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন।

গত ২৪ ঘন্টায় কেউ দ্বিতীয় ডোজ টিকা নেননি।

কিশোরগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান এসব তথ্য কিশোরগঞ্জ নিউজকে নিশ্চিত করেছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর