কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কটিয়াদীতে করোনা আক্রান্ত হয়ে সদ্য বিবাহিত প্রকৌশলীর মৃত্যু

 মো. রফিকুল হায়দার টিটু, কটিয়াদী | ৩০ জুলাই ২০২১, শুক্রবার, ৭:০৭ | বিশেষ সংবাদ 


করোনাভাইরাস কোভিড-১৯ আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের (দুর্যোগ ব্যবস্থাপনা শাখা) উপ সহকারী প্রকৌশলী মো. ওমর ফারুক (৩৭)।

বৃহস্পতিবার (২৯ জুলাই) দিবাগত রাত সোয়া ১টার দিকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মো. ওমর ফারুক পার্শ্ববর্তী পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের আউলিয়াপাড়া গ্রামের মো. গিয়াস উদ্দিনের ছেলে।

কটিয়াদী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল আলীম জানান, মাত্র কিছুদিন আগে গত ১১ জুন তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ২০১১ সালে চাকুরীতে যোগদানের পর ২০১৫ সালের শেষ দিকে কটিয়াদী উপজেলায় তিনি যোগদান করেন।

জানা গেছে, উপ সহকারী প্রকৌশলী মো. ওমর ফারুক গত ২৩ জুলাই শরীর ব্যাথা ও জ্বর অনুভব করেন। এ সময় তিনি প্রাথমিক চিকিৎসা করান।

অবস্থার উন্নতি না হলে তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দেন এবং গত মঙ্গলবার (২৭ জুলাই) করোনা পজেটিভ শনাক্ত হন।

পরে চিকিৎসার জন্য তাকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

শুক্রবার (৩০ জুলাই) বাদ জুম্মা নামাজে জানাযা শেষে আউলিয়াপাড়া গ্রামের নিজ বাড়ির পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়।

তাঁর মৃত্যুতে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ ও উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিশ্বর পাল গভীর শোক প্রকাশ করেছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর