কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় রায়পুরার ইউপি চেয়ারম্যান নিহত

 স্টাফ রিপোর্টার | ৬ আগস্ট ২০২১, শুক্রবার, ৬:৩২ | বিশেষ সংবাদ 


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এক সড়ক দুর্ঘটনায় নরসিংদী জেলার রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. নাসির উদ্দিন খাঁন (৫২) নিহত হয়েছেন। এ ঘটনায় ইউপি চেয়ারম্যানর সাথে একই মোটর সাইকেলে থাকা তাঁর সহযোগী রাজীব সাহা (৩৫) গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৬ আগস্ট) বেলা ১২টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কে পাকুন্দিয়া উপজেলার মাইজহাটি এলাকার অমি অটো রাইস মিলের সামনে মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।

নিহত মো. নাসির উদ্দিন খাঁন রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ খাঁন বাড়ির ডা. কুতুব উদ্দিন খাঁনের ছেলে।

কটিয়াদী হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক তফিকুল ইসলাম তৌফিক জানান, ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দিন খাঁন মোটর সাইকেলে রাজীবকে সাথে নিয়ে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়ক দিয়ে ভৈরবের দিকে যাচ্ছিলেন।

বেলা ১২টার দিকে পাকুন্দিয়া উপজেলার মাইজহাটি এলাকার অমি অটো রাইস মিলের সামনের সড়কে হঠাৎ বিকট শব্দ পেয়ে এলাকাবাসী এগিয়ে যান।

এ সময় মোটর সাইকেলের পাশে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকা উভয়কে উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক মো. নাসির উদ্দিন খাঁনকে মৃত ঘোষণা করেন। এছাড়া রাজীব সাহাকে ভর্তি করে সেখানে চিকিৎসা দেয়া হচ্ছে।

দুর্ঘটনাকবলিত মোটর সাইকেলটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে জানিয়ে পুলিশ পরিদর্শক তফিকুল ইসলাম তৌফিক জানান, কোন সিএনজির সঙ্গে সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটেছে না-কি মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাটি ঘটেছে, সেটি নিশ্চিত হওয়া যায়নি।

তবে আহত রাজীবের অবস্থা উন্নতির দিকে। তিনি আরেকটু সুস্থ হলে দুর্ঘটনাটি কিভাবে হয়েছে, সে সম্পর্কে তথ্য দিতে পারবেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর