কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে করোনার ভয়াল থাবায় আরো ৪ জনের মৃত্যু, নতুন ১২৮ জনের শনাক্ত

 কিশোরগঞ্জ নিউজ রিপোর্ট | ৬ আগস্ট ২০২১, শুক্রবার, ১০:২৩ | বিশেষ সংবাদ 


কিশোরগঞ্জে করোনাভাইরাস কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করেছে। সর্বশেষ শুক্রবার (৬ আগস্ট) রাতে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, জেলায় নতুন করে ১২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। আগের দিন বৃহস্পতিবার (৫ আগস্ট) জেলায় ১৫৩ জনের করোনা শনাক্ত হয়েছিল।

সর্বশেষ এ রিপোর্টে মোট ৫৫৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এতে মোট ১২৮ জনের কোভিড-১৯ পজেটিভ এসেছে। এর বিপরীতে এদিন জেলায় মোট ৩১ জন সুস্থ হয়েছেন।

এছাড়া করোনাভাইরাস কোভিড-১৯ কেড়ে নিয়েছে আরো চারটি তাজা প্রাণ।

জেলায় করোনায় সর্বশেষ মারা যাওয়া চারজনই কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মারা যাওয়া চারজনের মধ্যে তিনজন পুরুষ এবং একজন নারী।

তাদের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলার একজন পুরুষ (৫০) ও একজন নারী (৪০), বাজিতপুর উপজেলার একজন পুরুষ (৫৮) ও ভৈরব উপজেলার একজন পুরুষ (৫৬)।

ফলে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত বর্তমান রোগীর সংখ্যা ৯৩ জন বেড়েছে।

আগের দিন বৃহস্পতিবার (৫ আগস্ট) জেলায় করোনা আক্রান্তের মোট সংখ্যা ছিল ২৯৫৮ জন। এখন জেলায় বর্তমান রোগীর সংখ্যা মোট ৩০৫১ জন।

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাব থেকে গত ৩১ জুলাই, মঙ্গলবার (৩ আগস্ট), বৃহস্পতিবার (৫ আগস্ট) ও শুক্রবার (৬ আগস্ট) পাওয়া ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৭২ জনের কোভিড-১৯ পজেটিভ এসেছে।

মোট ৫৫৪ জনের নমুনার মধ্যে বাকি ৩৬৬ জনের নমুনা বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাব ও রেপিড এন্টিজেন টেস্টের মাধ্যমে পরীক্ষা করা হয়। এতে মোট ৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে বৃহস্পতিবার (৫ আগস্ট) ১৩৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৮ জনের কোভিড-১৯ পজেটিভ এসেছে।

এছাড়া কিশোরগঞ্জ বক্ষব্যাধি ক্লিনিক এবং হোসেনপুর, করিমগঞ্জ, তাড়াইল, পাকুন্দিয়া, কটিয়াদী, কুলিয়ারচর, নিকলী, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ২৩০ জনের রেপিড এন্টিজেন টেস্টে ৩৮ জনের কোভিড-১৯ পজেটিভ এসেছে।

জেলায় নতুন করোনা শনাক্ত হওয়া মোট ১২৮ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় সর্বোচ্চ ৫৩ জন শনাক্ত হয়েছেন।

এছাড়া বাকি ৭৫ জনের মধ্যে ভৈরব উপজেলায় ৩ জন, হোসেনপুর উপজেলায় ৯ জন, করিমগঞ্জ উপজেলায় ৪ জন, তাড়াইল উপজেলায় ২ জন, পাকুন্দিয়া উপজেলায় ১৮ জন, কটিয়াদী উপজেলায় ২ জন, কুলিয়ারচর উপজেলায় ১৬ জন, নিকলী উপজেলায় ৫ জন, বাজিতপুর উপজেলায় ৬ জন, মিঠামইন উপজেলায় ৩ জন এবং অষ্টগ্রাম উপজেলায় ৭ জন শনাক্ত হয়েছেন।
নতুন সুস্থ হওয়া ৩১ জনের মধ্যে তাড়াইল উপজেলার ৭ জন এবং কুলিয়ারচর উপজেলার ২৪ জন।

মোট শনাক্ত, সুস্থ ও মৃত্যু সব সূচকেই জেলার মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলা শীর্ষে রয়েছে।

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে বর্তমানে আক্রান্ত ও সন্দেহজনক মোট ভর্তি রোগীর সংখ্যা ১৯৮ জন যাদের মধ্যে ১০ জন আইসিইউতে এবং ১৫ জন এইচডিইউতে রয়েছেন।

গত ২৪ ঘন্টায় নতুন ৩২ জন রোগী ভর্তি হয়েছেন এবং ২৩ জন ছাড়পত্র পেয়েছেন।

হাসপাতালটিতে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ৪ জনের মৃত্যু হয়েছে।

এই সময় পর্যন্ত জেলায় মোট ১০২৩০ জন শনাক্ত, ৭০০৪ জন সুস্থ এবং ১৭৫ জন মৃত্যুবরণ করেছেন।

বর্তমানে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী ৩০৫১ জন। তাদের মধ্যে ৬৩ জন হাসপাতালে ও ২৯৮৮ জন হোম আইসোলেশনে রয়েছেন।

বর্তমানে করোনা আক্রান্ত মোট ৩০৫১ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় সর্বোচ্চ ৯৩২ জন, হোসেনপুর উপজেলায় ২২৭ জন, করিমগঞ্জ উপজেলায় ৬৬ জন, তাড়াইল উপজেলায় ৪৬ জন, পাকুন্দিয়া উপজেলায় ২৮১ জন, কটিয়াদী উপজেলায় ৪৮৪ জন, কুলিয়ারচর উপজেলায় ৬৭ জন, ভৈরব উপজেলায় ৫৮১ জন, নিকলী উপজেলায় ৪৯ জন, বাজিতপুর উপজেলায় ১৯৭ জন, ইটনা উপজেলায় ৩০ জন, মিঠামইন উপজেলায় ৩২ জন এবং অষ্টগ্রাম উপজেলায় ৫৯ জন রয়েছেন।

জেলায় মোট মৃত্যু ১৭৫ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় সর্বোচ্চ ৬২ জন, হোসেনপুর উপজেলায় ৮ জন, করিমগঞ্জ উপজেলায় ৯ জন, তাড়াইল উপজেলায় ৫ জন, পাকুন্দিয়া উপজেলায় ১১ জন, কটিয়াদী উপজেলায় ১৫ জন, কুলিয়ারচর উপজেলায় ৭ জন, ভৈরব উপজেলায় ৩৪ জন, নিকলী উপজেলায় ৭ জন, বাজিতপুর উপজেলায় ১৫ জন, ইটনা উপজেলায় ১ জন এবং মিঠামইন উপজেলায় ১ জন রয়েছেন।

জেলার একমাত্র অষ্টগ্রাম উপজেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে কোন মৃত্যু নেই।

এদিকে গত ৭ ফেব্রুয়ারি ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু হওয়ার পর গত ২৫ এপ্রিল পর্যন্ত মোট ৭৬ হাজার ৬৬৫ জন কোভিশিল্ড ভ্যাকসিনের প্রথম ডোজ টিকা নিয়েছেন।

অন্যদিকে গত ৮ এপ্রিল থেকে এ পর্যন্ত মোট ৫৯ হাজার ৩০৭ জন এ ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ টিকা নিয়েছিলেন।

এখন নতুন করে কোভিশিল্ড ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ টিকা দেয়া শুরু হয়েছে। অদ্যাবধি ৬০ হাজার ৬০১ জন এ ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন।

গত ২৪ ঘন্টায় কেউ কোভিশিল্ড ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেননি।

গত ১৯ জুন থেকে সাইনোফার্ম ভ্যাকসিনের প্রথম ডোজ দেয়া শুরু হয়েছে। এ পর্যন্ত মোট ৬৩ হাজার ৬৮৮ জন সাইনোফার্ম ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন।

গত ২৪ ঘন্টায় কেউ সাইনোফার্ম ভ্যাকসিনের প্রথম ডোজ নেননি।

এছাড়া গত ২৬ জুলাই থেকে সাইনোফার্ম ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে। এ পর্যন্ত মোট ১২৩৫ জন সাইনোফার্ম ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন।

গত ২৪ ঘন্টায় কেউ এ ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেননি।

এ পর্যন্ত মোট ২ লাখ ৪৩ হাজার ৯৪৪ জন কোভিড-১৯ ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করেছেন।

গত ২৪ ঘন্টায় ১৪০০২ জন কোভিড-১৯ ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করেছেন।

কিশোরগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান এসব তথ্য কিশোরগঞ্জ নিউজকে নিশ্চিত করেছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর