কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


টিকাদানে উদ্বুদ্ধ করতে করিমগঞ্জে কৃষক লীগের কেন্দ্রীয় নেতারা

 স্টাফ রিপোর্টার | ৭ আগস্ট ২০২১, শনিবার, ৬:০৯ | বিশেষ সংবাদ 


করোনাভাইরাস কোভিড-১৯ টিকাদান কার্যক্রম সফল করতে ও জনসাধারণকে টিকা নিতে উদ্বুদ্ধ করতে কিশোরগঞ্জের করিমগঞ্জে ইউনিয়ন পর্যায়ে টিকাদান কার্যক্রম পর্যবেক্ষণ ও উদ্বুদ্ধকরণ কর্মসূচি পরিচালনা করেছে জেলা কৃষক লীগ।

শনিবার (৭ আগস্ট) সকালে বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ ও সাধারণ সম্পাদক এডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপির নেতৃত্বে কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির একটি টিম উপজেলার নিয়ামতপুর ইউনিয়ন পরিষদ কেন্দ্রে টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন ও জনসাধারণকে টিকা নিতে উদ্বুদ্ধ করেন।

এ সময় বাংলাদেশ কৃষক লীগ সভাপতি কৃষিবিদ সমীর চন্দ বলেন, তৃণমূল পর্যায়ে অল্প সময়ের মধ্যে বিনামূল্যে করোনার টিকার ব্যবস্থা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বিশ্বে নজির স্থাপন করেছেন।

তিনি কারও কথায় বিভ্রান্ত না হয়ে সকল নাগরিককে টিকা নেওয়ার আহ্বান জানান।

এছাড়া বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক এডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি বলেন, বিএনপি নেতারা সরকারের ভালো কাজের বিরোধিতা করেন। তাদের নেত্রী বেগম খালেদা জিয়া করোনার টিকার সমালোচনা করেছিলেন। অথচ তিনি টিকা নিয়েছেন।

টিকাদান কার্যক্রমকে সফল করে তোলার জন্য দলমত সকলের প্রতি তিনি আহ্বান জানান।

এ সময় কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট শামীমা শাহরিয়ার এমপি, কিশোরগঞ্জ জেলা কৃষক লীগের সভাপতি আহমেদ উল্লাহ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, উপদেষ্টা গুলশান আরা বেগম, কেন্দ্রীয় কমিটির সদস্য আক্তারুজ্জামান শিপন, জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসেম মাস্টার, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, এম এ হানিফ, অর্থ সম্পাদক হুমায়ুন কবির, সদস্য এহসানুল হক ফারুক, রুবেল মিয়া, তথ্য ও গবেষণা সম্পাদক জহির উদ্দিন ছফি, করিমগঞ্জ উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম, তাড়াইল উপজেলা কৃষক লীগের সভাপতি ইসলাম উদ্দিন ফাইসাল প্রমুখ উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর