কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে করোনায় আরো ২ জনের মৃত্যু, নতুন ৭৮ জনের শনাক্ত, সুস্থ ৮৯

 কিশোরগঞ্জ নিউজ রিপোর্ট | ৮ আগস্ট ২০২১, রবিবার, ১১:৩৯ | বিশেষ সংবাদ 


কিশোরগঞ্জে করোনাভাইরাস কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতি ভয়ঙ্কর আকার ধারণ করেছে। সর্বশেষ রোববার (৮ আগস্ট) রাতে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, জেলায় নতুন করে ৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। আগের দিন শনিবার (৭ আগস্ট) জেলায় ১৩১ জনের করোনা শনাক্ত হয়েছিল।

সর্বশেষ এ রিপোর্টে মোট ৪৬১ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এতে মোট ৭৮ জনের কোভিড-১৯ পজেটিভ এসেছে। এর বিপরীতে এদিন জেলায় মোট ৮৯ জন সুস্থ হয়েছেন।

এছাড়া করোনাভাইরাস কোভিড-১৯ কেড়ে নিয়েছে আরো দুইটি তাজা প্রাণ।

জেলায় করোনায় সর্বশেষ মারা যাওয়া দুইজনই কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মারা যাওয়া দুইজনই নারী। তাদের মধ্যে একজন কটিয়াদী উপজেলার (৬৫) এবং একজন ভৈরব উপজেলার (৫৫)।

ফলে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত বর্তমান রোগীর সংখ্যা ১৩ জন কমেছে।

আগের দিন শনিবার (৭ আগস্ট) জেলায় করোনা আক্রান্তের মোট সংখ্যা ছিল ৩১২৩ জন। এখন জেলায় বর্তমান রোগীর সংখ্যা মোট ৩১১০ জন।

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাব থেকে গত ১ আগস্ট, ২ আগস্ট, ৩ আগস্ট, শুক্রবার (৬ আগস্ট) ও শনিবার (৭ আগস্ট) পাওয়া ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৫৮ জনের কোভিড-১৯ পজেটিভ এসেছে।

মোট ৪৬১ জনের নমুনার মধ্যে বাকি ১৭৯ জনের নমুনা বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাব ও রেপিড এন্টিজেন টেস্টের মাধ্যমে পরীক্ষা করা হয়। এতে মোট ২০ জনের করোনা শনাক্ত হয়েছে।

বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে শনিবার (৭ আগস্ট) ১১৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৫ জনের কোভিড-১৯ পজেটিভ এসেছে।

এছাড়া শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল, কিশোরগঞ্জ বক্ষব্যাধি ক্লিনিক এবং হোসেনপুর, নিকলী ও মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ৬২ জনের রেপিড এন্টিজেন টেস্টে ৫ জনের কোভিড-১৯ পজেটিভ এসেছে।

জেলায় নতুন করোনা শনাক্ত হওয়া মোট ৭৮ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় সর্বোচ্চ ৫২ জন শনাক্ত হয়েছেন।

এছাড়া বাকি ২৮ জনের মধ্যে হোসেনপুর উপজেলায় ৩ জন, করিমগঞ্জ উপজেলায় ৩ জন, কটিয়াদী উপজেলায় ৩ জন, কুলিয়ারচর উপজেলায় ১ জন, ভৈরব উপজেলায় ৭ জন, বাজিতপুর উপজেলায় ৬ জন, মিঠামইন উপজেলায় ২ জন এবং অষ্টগ্রাম উপজেলায় ১ জন শনাক্ত হয়েছেন।

নতুন সুস্থ হওয়া ৮৯ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলার সর্বোচ্চ ৩৯ জন রয়েছেন।

এছাড়া বাকি ৫০ জনের মধ্যে পাকুন্দিয়া উপজেলার ২৩ জন, কুলিয়ারচর উপজেলার ৫ জন এবং বাজিতপুর উপজেলার ২২ জন সুস্থ হয়েছেন।

মোট শনাক্ত, সুস্থ ও মৃত্যু সব সূচকেই জেলার মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলা শীর্ষে রয়েছে।

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে বর্তমানে আক্রান্ত ও সন্দেহজনক মোট ভর্তি রোগীর সংখ্যা ১৮৮ জন যাদের মধ্যে ১০ জন আইসিইউতে এবং ১৩ জন এইচডিইউতে রয়েছেন।

গত ২৪ ঘন্টায় নতুন ৩৫ জন রোগী ভর্তি হয়েছেন এবং ২৩ জন ছাড়পত্র পেয়েছেন।

হাসপাতালটিতে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ২ জনের মৃত্যু হয়েছে।

এই সময় পর্যন্ত জেলায় মোট ১০ হাজার ৪৩৯ জন শনাক্ত, ৭ হাজার ১৪৭ জন সুস্থ এবং ১৮২ জন মৃত্যুবরণ করেছেন।

বর্তমানে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী ৩১১০ জন। তাদের মধ্যে ৫৯ জন হাসপাতালে ও ৩০৫১ জন হোম আইসোলেশনে রয়েছেন।

বর্তমানে করোনা আক্রান্ত মোট ৩১১০ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় সর্বোচ্চ ৯২৩ জন, হোসেনপুর উপজেলায় ২৩০ জন, করিমগঞ্জ উপজেলায় ৬৯ জন, তাড়াইল উপজেলায় ৪৬ জন, পাকুন্দিয়া উপজেলায় ২৫৪ জন, কটিয়াদী উপজেলায় ৫৩২ জন, কুলিয়ারচর উপজেলায় ৭০ জন, ভৈরব উপজেলায় ৬৩০ জন, নিকলী উপজেলায় ৫০ জন, বাজিতপুর উপজেলায় ১৮২ জন, ইটনা উপজেলায় ৩০ জন, মিঠামইন উপজেলায় ৩৪ জন এবং অষ্টগ্রাম উপজেলায় ৬০ জন রয়েছেন।

জেলায় মোট মৃত্যু ১৮২ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় সর্বোচ্চ ৬৪ জন, হোসেনপুর উপজেলায় ৮ জন, করিমগঞ্জ উপজেলায় ৯ জন, তাড়াইল উপজেলায় ৫ জন, পাকুন্দিয়া উপজেলায় ১১ জন, কটিয়াদী উপজেলায় ১৬ জন, কুলিয়ারচর উপজেলায় ৭ জন, ভৈরব উপজেলায় ৩৮ জন, নিকলী উপজেলায় ৭ জন, বাজিতপুর উপজেলায় ১৫ জন, ইটনা উপজেলায় ১ জন এবং মিঠামইন উপজেলায় ১ জন রয়েছেন।

জেলার একমাত্র অষ্টগ্রাম উপজেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে কোন মৃত্যু নেই।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর