কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে করোনায় মৃত্যুশূন্য দিন, নতুন ১১২ জনের শনাক্ত, সুস্থ ৫৫

 কিশোরগঞ্জ নিউজ রিপোর্ট | ৯ আগস্ট ২০২১, সোমবার, ১১:২২ | বিশেষ সংবাদ 


কিশোরগঞ্জে করোনাভাইরাস কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতির উদ্বেগজনক অবস্থার মাঝেও কিছুটা স্বস্তির চিত্র মিলেছে সর্বশেষ সোমবার (৯ আগস্ট) রাতে প্রকাশিত রিপোর্টে। এ অনুযায়ী, জেলায় নতুন কোন মৃত্যু নেই। এছাড়া নতুন ৫৫ জন সুস্থ হয়েছেন।

এর বিপরীতে এদিন জেলায় মোট ১১২ জনের করোনা শনাক্ত হয়েছে। আগের দিন রোববার (৮ আগস্ট) জেলায় ৭৮ জনের করোনা শনাক্ত হয়েছিল। সর্বশেষ এ রিপোর্টে মোট ৫৫৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

ফলে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত বর্তমান রোগীর সংখ্যা ৫৭ জন বেড়েছে।

আগের দিন রোববার (৮ আগস্ট) জেলায় করোনা আক্রান্তের মোট সংখ্যা ছিল ৩১১০ জন। এখন জেলায় বর্তমান রোগীর সংখ্যা মোট ৩১৬৭ জন।

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাব থেকে গত ২ আগস্ট, ৩ আগস্ট, ৪ আগস্ট, শনিবার (৭ আগস্ট), রোববার (৮ আগস্ট) ও সোমবার (৯ আগস্ট) পাওয়া ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৮০ জনের কোভিড-১৯ পজেটিভ এসেছে।

মোট ৫৫৩ জনের নমুনার মধ্যে বাকি ২৭১ জনের নমুনা বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাব ও রেপিড এন্টিজেন টেস্টের মাধ্যমে পরীক্ষা করা হয়। এতে মোট ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে।

বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে রোববার (৮ আগস্ট) ১০৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১০ জনের কোভিড-১৯ পজেটিভ এসেছে।

এছাড়া শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল, কিশোরগঞ্জ বক্ষব্যাধি ক্লিনিক এবং হোসেনপুর, তাড়াইল, কটিয়াদী, নিকলী ও অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ১৬৬ জনের রেপিড এন্টিজেন টেস্টে ২২ জনের কোভিড-১৯ পজেটিভ এসেছে।

জেলায় নতুন করোনা শনাক্ত হওয়া মোট ১১২ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় সর্বোচ্চ ৬৫ জন শনাক্ত হয়েছেন।

এছাড়া বাকি ৪৭ জনের মধ্যে হোসেনপুর উপজেলায় ১৪ জন, করিমগঞ্জ উপজেলায় ১ জন, তাড়াইল উপজেলায় ২ জন, পাকুন্দিয়া উপজেলায় ১১ জন, কটিয়াদী উপজেলায় ৮ জন, ভৈরব উপজেলায় ২ জন, বাজিতপুর উপজেলায় ৪ জন, ইটনা উপজেলায় ১ জন এবং অষ্টগ্রাম উপজেলায় ৪ জন শনাক্ত হয়েছেন।

নতুন সুস্থ হওয়া ৫৫ জনের মধ্যে করিমগঞ্জ উপজেলার সর্বোচ্চ ২৮ জন রয়েছেন।

এছাড়া বাকি ২৭ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলার ২০ জন এবং কুলিয়ারচর উপজেলার ৭ জন সুস্থ হয়েছেন।

মোট শনাক্ত, সুস্থ ও মৃত্যু সব সূচকেই জেলার মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলা শীর্ষে রয়েছে।

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে বর্তমানে আক্রান্ত ও সন্দেহজনক মোট ভর্তি রোগীর সংখ্যা ১৮৫ জন যাদের মধ্যে ১০ জন আইসিইউতে এবং ১৫ জন এইচডিইউতে রয়েছেন।

গত ২৪ ঘন্টায় নতুন ৩১ জন রোগী ভর্তি হয়েছেন এবং ২৯ জন ছাড়পত্র পেয়েছেন।

এই সময় পর্যন্ত জেলায় মোট ১০ হাজার ৫৫১ জন শনাক্ত, ৭ হাজার ২০২ জন সুস্থ এবং ১৮২ জন মৃত্যুবরণ করেছেন।

বর্তমানে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী ৩১৬৭ জন। তাদের মধ্যে ৪৫ জন হাসপাতালে ও ৩১২২ জন হোম আইসোলেশনে রয়েছেন।

বর্তমানে করোনা আক্রান্ত মোট ৩১৬৭ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় সর্বোচ্চ ৯৬৮ জন, হোসেনপুর উপজেলায় ২৪৪ জন, করিমগঞ্জ উপজেলায় ৪২ জন, তাড়াইল উপজেলায় ৪৮ জন, পাকুন্দিয়া উপজেলায় ২৬৫ জন, কটিয়াদী উপজেলায় ৫৪০ জন, কুলিয়ারচর উপজেলায় ৬৩ জন, ভৈরব উপজেলায় ৬৩২ জন, নিকলী উপজেলায় ৫০ জন, বাজিতপুর উপজেলায় ১৮৬ জন, ইটনা উপজেলায় ৩১ জন, মিঠামইন উপজেলায় ৩৪ জন এবং অষ্টগ্রাম উপজেলায় ৬৪ জন রয়েছেন।

জেলায় মোট মৃত্যু ১৮২ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় সর্বোচ্চ ৬৪ জন, হোসেনপুর উপজেলায় ৮ জন, করিমগঞ্জ উপজেলায় ৯ জন, তাড়াইল উপজেলায় ৫ জন, পাকুন্দিয়া উপজেলায় ১১ জন, কটিয়াদী উপজেলায় ১৬ জন, কুলিয়ারচর উপজেলায় ৭ জন, ভৈরব উপজেলায় ৩৮ জন, নিকলী উপজেলায় ৭ জন, বাজিতপুর উপজেলায় ১৫ জন, ইটনা উপজেলায় ১ জন এবং মিঠামইন উপজেলায় ১ জন রয়েছেন।

জেলার একমাত্র অষ্টগ্রাম উপজেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে কোন মৃত্যু নেই।

কিশোরগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান এসব তথ্য কিশোরগঞ্জ নিউজকে নিশ্চিত করেছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর