কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে করোনায় একদিনে ৬ জনের মৃত্যু, নতুন ৮৭ জনের শনাক্ত, সুস্থ ৮৬

 কিশোরগঞ্জ নিউজ রিপোর্ট | ১৩ আগস্ট ২০২১, শুক্রবার, ১২:০২ | বিশেষ সংবাদ 


কিশোরগঞ্জে করোনাভাইরাস কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতি এখন নাজুক। তবে নতুন শনাক্তের সাথে পাল্লা দিয়ে বাড়ছে সুস্থ হওয়ার সংখ্যা। কমছে শনাক্তের হার। মৃত্যুর হারও কমছে। তবে সর্বশেষ বৃহস্পতিবার (১২ আগস্ট) রাতে প্রকাশিত রিপোর্টে জেলায় একদিনে করোনায় আক্রান্ত ৬ জনের মৃত্যু হয়েছে।

এদিকে সর্বশেষ এ রিপোর্টে জেলায় নতুন করে ৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ রিপোর্টে মোট ৫৬৮ জনের নমুনা পরীক্ষার ফলাফল দেওয়া হয়েছে। এর বিপরীতে এদিন জেলায় মোট ৮৬ জন সুস্থ হয়েছেন।

আগের দিন বুধবার (১১ আগস্ট) জেলায় মোট ১১৮ জনের করোনা শনাক্ত হয়েছিল।

ফলে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত বর্তমান রোগীর সংখ্যা ৫ জন কমেছে।

আগের দিন বুধবার (১১ আগস্ট) জেলায় করোনা আক্রান্তের মোট সংখ্যা ছিল ৩২৩৫ জন। এখন জেলায় বর্তমান রোগীর সংখ্যা মোট ৩২৩০ জন।

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাব থেকে গত সোমবার (৯ আগস্ট), মঙ্গলবার (১০ আগস্ট) ও বুধবার (১১ আগস্ট) পাওয়া ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৫৮ জনের কোভিড-১৯ পজেটিভ এসেছে।

মোট ৪৬৮ জনের নমুনার মধ্যে বাকি ২৮৬ জনের নমুনা বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাব ও রেপিড এন্টিজেন টেস্টের মাধ্যমে পরীক্ষা করা হয়। এতে মোট ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে বুধবার (১১ আগস্ট) ৯৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৫ জনের কোভিড-১৯ পজেটিভ এসেছে।

এছাড়া শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল, কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, কিশোরগঞ্জ বক্ষব্যাধি ক্লিনিক এবং হোসেনপুর, করিমগঞ্জ, কুলিয়ারচর ও ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ১৮৯ জনের রেপিড এন্টিজেন টেস্টে ২৪ জনের কোভিড-১৯ পজেটিভ এসেছে।

জেলায় নতুন করোনা শনাক্ত হওয়া মোট ৮৭ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় সর্বোচ্চ ৫৯ জন শনাক্ত হয়েছেন।

এছাড়া বাকি ২৮ জনের মধ্যে হোসেনপুর উপজেলায় ৬ জন, করিমগঞ্জ উপজেলায় ২ জন, পাকুন্দিয়া উপজেলায় ২ জন, কটিয়াদী উপজেলায় ৬ জন, কুলিয়ারচর উপজেলায় ৫ জন, ভৈরব উপজেলায় ১ জন, নিকলী উপজেলায় ১ জন এবং বাজিতপুর উপজেলায় ৫ জন শনাক্ত হয়েছেন।

নতুন সুস্থ হওয়া ৮৬ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলার সর্বোচ্চ ৫০ জন রয়েছেন।

এছাড়া বাকি ৩৬ জনের মধ্যে তাড়াইল উপজেলার ১৮ জন, কুলিয়ারচর উপজেলার ৫ জন এবং নিকলী উপজেলার ১৩ জন সুস্থ হয়েছেন।

সর্বশেষ মারা যাওয়া ৬ জনের মধ্যে তিনজন নারী ও তিনজন পুরুষ।

তাদের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলার একজন নারী (৫৫)।

পাকুন্দিয়া উপজেলার একজন নারী (৭৫) ও একজন পুরুষ (৬০)।

করিমগঞ্জ উপজেলার একজন নারী (৫০)।

কটিয়াদী উপজেলার একজন পুরুষ (৬০)।

কুলিয়ারচর উপজেলার একজন পুরুষ (৬০)।

করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া এই ৬ জনের সবাই কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১১ আগস্ট) মৃত্যুবরণ করেছেন।

মোট শনাক্ত, সুস্থ ও মৃত্যু সব সূচকেই জেলার মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলা শীর্ষে রয়েছে।

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে বর্তমানে আক্রান্ত ও সন্দেহজনক মোট ভর্তি রোগীর সংখ্যা ১৭৪ জন যাদের মধ্যে ৭ জন আইসিইউতে এবং ১১ জন এইচডিইউতে রয়েছেন।

গত ২৪ ঘন্টায় নতুন ২৩ জন রোগী ভর্তি হয়েছেন এবং ২৩ জন ছাড়পত্র পেয়েছেন।

হাসপাতালটিতে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ৬ জনের ‍মৃত্যু হয়েছে।

এই সময় পর্যন্ত জেলায় মোট ১০ হাজার ৮৬৫ জন শনাক্ত, ৭ হাজার ৪৪৪ জন সুস্থ এবং ১৯১ জন মৃত্যুবরণ করেছেন।

বর্তমানে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী ৩২৩০ জন। তাদের মধ্যে ৫৬ জন হাসপাতালে ও ৩১৭৪ জন হোম আইসোলেশনে রয়েছেন।

বর্তমানে করোনা আক্রান্ত মোট ৩২৩০ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় সর্বোচ্চ ৯৯৯ জন, হোসেনপুর উপজেলায় ২৬২ জন, করিমগঞ্জ উপজেলায় ৪৬ জন, তাড়াইল উপজেলায় ৩২ জন, পাকুন্দিয়া উপজেলায় ২৭০ জন, কটিয়াদী উপজেলায় ৫৪৭ জন, কুলিয়ারচর উপজেলায় ৬৬ জন, ভৈরব উপজেলায় ৬৯০ জন, নিকলী উপজেলায় ৪৫ জন, বাজিতপুর উপজেলায় ১৫৫ জন, ইটনা উপজেলায় ৩২ জন, মিঠামইন উপজেলায় ৩০ জন এবং অষ্টগ্রাম উপজেলায় ৫৬ জন রয়েছেন।

জেলায় মোট মৃত্যু ১৮৫ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় সর্বোচ্চ ৬৬ জন, হোসেনপুর উপজেলায় ৮ জন, করিমগঞ্জ উপজেলায় ১০ জন, তাড়াইল উপজেলায় ৫ জন, পাকুন্দিয়া উপজেলায় ১৩ জন, কটিয়াদী উপজেলায় ১৭ জন, কুলিয়ারচর উপজেলায় ৮ জন, ভৈরব উপজেলায় ৩৯ জন, নিকলী উপজেলায় ৭ জন, বাজিতপুর উপজেলায় ১৬ জন, ইটনা উপজেলায় ১ জন এবং মিঠামইন উপজেলায় ১ জন রয়েছেন।

জেলার একমাত্র অষ্টগ্রাম উপজেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে কোন মৃত্যু নেই।

কিশোরগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান এসব তথ্য কিশোরগঞ্জ নিউজকে নিশ্চিত করেছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর