কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে করোনায় ১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২১, সুস্থ ১৬৪

 কিশোরগঞ্জ নিউজ রিপোর্ট | ২২ আগস্ট ২০২১, রবিবার, ১১:০২ | বিশেষ সংবাদ 


কিশোরগঞ্জে করোনাভাইরাস কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতি এখন বেশ উন্নতির দিকে রয়েছে। জেলায় বাড়ছে করোনাভাইরাস মুক্ত হয়ে সুস্থ হওয়ার সংখ্যা। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান কর্তৃক সর্বশেষ রোববার (২২ আগস্ট) রাতে প্রকাশিত রিপোর্টে জেলায় নতুন করে ১৬৪ জন সুস্থ হয়েছেন।

অন্যদিকে এদিন জেলায় নতুন করে মোট ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট ২৫৫ জনের নমুনা পরীক্ষা করে এই ২১ জনের কোভিড-১৯ পজেটিভ এসেছে।

এছাড়া করোনায় আক্রান্ত হয়ে জেলায় আরো একজনের মৃত্যু হয়েছে। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার একজন পুরুষ (৬৫)।

শনিবার (২১ আগস্ট) কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন।

নতুন করোনা শনাক্ত হওয়া ২১ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় সর্বোচ্চ ১০ জন শনাক্ত হয়েছেন।

এছাড়া হোসেনপুর উপজেলায় ১ জন, পাকুন্দিয়া উপজেলায় ২ জন, কটিয়াদী উপজেলায় ১ জন, ভৈরব উপজেলায় ৪ জন এবং অষ্টগ্রাম উপজেলায় ৩ জন শনাক্ত হয়েছেন।

নতুন সুস্থ হওয়া ১৬৪ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলার সর্বোচ্চ ৯১ জন সুস্থ হয়েছেন।

এছাড়া ২৫ জন তাড়াইল উপজেলার, ২৫ জন কুলিয়ারচর উপজেলার এবং ২৩ জন বাজিতপুর সুস্থ হয়েছেন।

এই সময় পর্যন্ত জেলায় মোট ১১ হাজার ৩৬২ জন শনাক্ত, ৮ হাজার ৫০৯ জন সুস্থ এবং ২০৫ জন মৃত্যুবরণ করেছেন।

বর্তমানে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী ২৬৪৮ জন। তাদের মধ্যে ৩৬ জন হাসপাতালে ও ২৬১২ জন হোম আইসোলেশনে রয়েছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর