কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে করোনায় মৃত্যুশূন্য দিন, নতুন শনাক্ত ৪৯, সুস্থ ৮১

 কিশোরগঞ্জ নিউজ রিপোর্ট | ২৪ আগস্ট ২০২১, মঙ্গলবার, ১০:১৩ | বিশেষ সংবাদ 


কিশোরগঞ্জে করোনাভাইরাস কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতি এখন দিন দিন বেশ উন্নতির দিকে যাচ্ছে। জেলায় শনাক্ত বিবেচনায় করোনাভাইরাস মুক্ত হয়ে সুস্থ হওয়ার সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। এছাড়া মৃত্যুর হারও কমেছে। ফলে করোনা সংক্রমণ নিয়ে জেলায় কিছুটা স্বস্তির পরিবেশ বিরাজ করছে।

সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান কর্তৃক সর্বশেষ মঙ্গলবার (২৪ আগস্ট) রাতে প্রকাশিত রিপোর্টে জেলায় নতুন করে ৮১ জন সুস্থ হয়েছেন। এছাড়া এদিন করোনায় আক্রান্ত হয়ে জেলায় কোন মৃত্যু নেই।

অন্যদিকে এদিন জেলায় নতুন করে মোট ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট ৩৮৬ জনের নমুনা পরীক্ষা করে এই ৪৯ জনের কোভিড-১৯ পজেটিভ এসেছে।

এদিকে জেলার করোনা চিকিৎসার বিশেষায়িত হাসপাতাল কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালেও রোগীর চাপ কমছে।

হাসপাতালটিতে বর্তমানে কোভিড-১৯ আক্রান্ত ও সন্দেহজনক কোভিড-১৯ রোগীর সংখ্যা ১০০ জন। তাদের মধ্যে ৪ জন আইসিইউতে এবং ৬ জন এইচডিইউতে রয়েছেন।

গত ২৪ ঘন্টায় হাসপাতালটিতে নতুন ১৬ জন রোগী ভর্তি হয়েছেন এবং ১০ জন ছাড়পত্র পেয়েছেন।

নতুন করোনা শনাক্ত হওয়া ৪৯ জনের মধ্যে ভৈরব উপজেলায় সর্বোচ্চ ১৯ জন শনাক্ত হয়েছেন।

এছাড়া কিশোরগঞ্জ সদর উপজেলায় ১৩ জন, কটিয়াদী উপজেলায় ১১ জন এবং বাজিতপুর উপজেলায় ৬ জন শনাক্ত হয়েছেন।

নতুন সুস্থ হওয়া ৮১ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলার সর্বোচ্চ ৬৬ জন সুস্থ হয়েছেন।

এছাড়া ৮ জন ভৈরব উপজেলার, ১ জন ইটনা উপজেলার এবং ৬ জন মিঠামইন উপজেলার সুস্থ হয়েছেন।

এই সময় পর্যন্ত জেলায় মোট ১১ হাজার ৪৬৪ জন শনাক্ত, ৮ হাজার ৭৮৫ জন সুস্থ এবং ২০৬ জন মৃত্যুবরণ করেছেন।

বর্তমানে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী ২৪৭৩ জন। তাদের মধ্যে ৩৩ জন হাসপাতালে ও ২৪৪০ জন হোম আইসোলেশনে রয়েছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর