কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


করিমগঞ্জ-তাড়াইলের গণমানুষের নেতা দুইবারের সাবেক এমপি ড. মিজানুল হক আর নেই

 স্টাফ রিপোর্টার | ২৭ আগস্ট ২০২১, শুক্রবার, ৭:০৯ | বিশেষ সংবাদ 


তৎকালীন কিশোরগঞ্জ-৪ বর্তমান কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের টানা দুইবারের সংসদ সদস্য গণমানুষের নেতা ড. মিজানুল হক (৭৬) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শুক্রবার (২৭ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টার দিকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

করোনায় আক্রান্ত হয়ে গত ২৮ জুলাই থেকে তিনি সেখানে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছিলেন। চিকিৎসাধীন অবস্থায় করোনামুক্ত হওয়ার পর তিনি বাড়ি ফিরে যান।

সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে গত ২০ আগস্ট আবারও তিনি শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। তিনি উচ্চমাত্রার ডায়াবেটিসে ভুগছিলেন।

ড. মিজানুল হক ১৯৯১ ও ১৯৯৬ সালের ১২ জুনের দু’টি জাতীয় সংসদ নির্বাচনে করিমগঞ্জ-তাড়াইল আসন থেকে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে বিজয়ী হন।

১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের সময় সাবেক এ সংসদ সদস্য জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেন।

তাঁর সময়ে এলাকায় ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড সাধিত হয়। পরিচ্ছন্ন ইমেজের এ নেতা ছিলেন অত্যন্ত সহজ, সরল ও কর্মীবান্ধব।

মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুর সংবাদে কিশোরগঞ্জের রাজনৈতিক অঙ্গণে শোকের ছায়া নেমে এসেছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর