কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


শহীদ সৈয়দ নজরুল ইসলামের জন্মভিটায় কোরআন খতম, দোয়া ও আলোচনা

 স্টাফ রিপোর্টার | ৩ নভেম্বর ২০২১, বুধবার, ৫:৩৪ | বিশেষ সংবাদ 


ইতিহাসের ঘৃণ্যতম জেল হত্যায় শহীদ জাতীয় চার নেতার অন্যতম কিশোরগঞ্জের কৃতী সন্তান মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের ৪৬তম শাহাদাত বার্ষিকীতে কিশোরগঞ্জে আলোচনা সভা, কোরআন খানি ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (৩ নভেম্বর) সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের বীরদামপাড়া গ্রামে শহীদ সৈয়দ নজরুল ইসলামের জন্মভিটায় যশোদল ইউনিয়ন আওয়ামী লীগ আলোচনা সভা, কোরআন খানি ও দোয়া মাহফিলের আয়োজন করে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন যশোদল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শফিকুল হক বাবুল হাজী।

এতে অন্যান্যের মাঝে সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আব্দুল আজিজ, যশোদল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ধনু মিয়া, সাধারণ সম্পাদক স্বপন কুমার রায়, প্রচার সম্পাদক মো. আশরাফুল আলম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা শফিকুল ইসলাম মেরাজ, যশোদল ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মো. জুয়েল আহম্মেদ, যুবলীগ নেতা জান্নাতুল ইসলাম, কামরুল ইসলাম, ফালান মিয়া, যশোদল ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম রফিক, স্বেচ্ছাসেবক লীগ নেতা রনি ইসলাম, কনিক, ছাত্রলীগ নেতা সাব্বির আহম্মেদ, সাকিল আহম্মেদ হৃদয়, কাকন, রাসেল আহম্মেদ প্রমুখ ছাড়াও এলাকার নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা জেল হত্যায় জড়িতদের বিচার দাবি করেন।

পরে জেল হত্যাকাণ্ডে শহীদ সৈয়দ নজরুল ইসলামসহ জাতীয় চার নেতার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা, কোরআন খানি ও দোয়া মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পরিবারের সদস্য সৈয়দ ফারজান।

প্রসঙ্গত, শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্বাধীন বাংলাদেশের অন্যতম স্থপতি। তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, দেশপ্রেম এবং শাহাদত বরণ ইতিহাসে অমর ও অক্ষয় হয়ে থাকবে।

তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদলের বীরদামপাড়া গ্রামে ১৯২৫ সালে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম সৈয়দ আব্দুর রইছ। মাতা নুরুন্নেসা খাতুন রূপা। তাঁর ডাকনাম ছিল গোলাপ মিয়া।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর