মিঠামইনে আবাসিক হোটেল থেকে দুই যুবতী ও এক যুবক আটক

বিজয় কর রতন, মিঠামইন | মিঠামইন
জুলাই ১৫, ২০২৫
মিঠামইনে আবাসিক হোটেল থেকে দুই যুবতী ও এক যুবক আটক

কিশোরগঞ্জের মিঠামইনে ৯৯৯ এ কল পেয়ে আওয়ামী লীগ নেতা শরীফ কামালের আবাসিক হোটেল আল কামাল থেকে অসামাজিক কাজে লিপ্ত দুই যুবতী ও এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (১৪ জুলাই) দিবাগত রাতে মিঠামইন বাজারের ওই হোটেলের ৪০৬ নং কক্ষ থেকে তাদের আটক করা হয়।

আটক হওয়া যুবকের বয়স ২৫ বছর। সে উপজেলার ঘাগড়া গ্রামের বাসিন্দা।

অন্যদিকে আটক হওয়া দুই যুবতীর বয়স যথাক্রমে ২৫ বছর ও ১৮ বছর। তারা যথাক্রমে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা ও ঢাকার পশ্চিম ভাসানটেক এলাকার বাসিন্দা।

মিঠামইন থানার এসআই অর্পণ বিশ্বাস জানান, ৯৯৯ এ কল পেয়ে সোমবার (১৪ জুলাই) দিবাগত রাত ২টার দিকে তিনি মিঠামইন থানার ওসি’র নির্দেশে হোটেল আল কামালে অভিযান চালান।

সেখানে উপস্থিত জনসাধারণের তথ্য মতে আল কামাল আবাসিক হোটেলের চতুর্থ তলায় ৪০৬ নং কক্ষে তিনজনকে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় পাওয়া যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে তিনজনকে আটক করে তিনি থানায় নিয়ে যান। পরে ২৯০ ধারায় মঙ্গলবার (১৫ জুলাই) তাদের আদালতে পাঠানো হয়।

স্থানীয়রা জানান, এই হোটেলটিতে দীর্ঘদিন যাবত খুব গোপনে এমন অসামাজিক কার্যকলাপ চলে আসছে। প্রত্যেক রাতে হোটেলের করিডোরে মেয়ে ছেলেদের আনাগোনা দেখতে পাওয়া যায়।

মিঠামইন'র অন্যান্য খবর

সর্বশেষ