কিশোরগঞ্জের করিমগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস ও করিমগঞ্জ মুক্ত দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) এ উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠন।
উপজেলা প্রশাসনের পক্ষ হতে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এছাড়া সাংস্কৃতিক সংগঠন 'কন্ঠশীলন' প্রেসক্লাব চত্বরে আলোচনা ও কবিতা পাঠের আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা নূর হোসেন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
কন্ঠশীলনের পরিচালক কবি সালেহ্ আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. ইকবাল, মাদকবিরোধী আন্দোলনের সংগঠক ইবনে আব্দুল্লাহ শাহজাহান প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবু সুফিয়ান, পৌর কৃষক লীগের আহ্বায়ক আব্দুল জলিল ও কবি জাহাঙ্গীর কবির পলাশ তাদের সাথে ছিলেন।
শিল্পকলা পরিষদের সংগীতের শিক্ষক সুরজিত সরকার মানিকের পরিবেশনায় জাগরণের গানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন।
পরে মনোমুগ্ধকর আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিকার নজরুল ইসলাম, হাসান মো. রনক ও কন্ঠশীলনের ক্ষুদে আবৃত্তি শিল্পীরা।
এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তাগণ শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন এবং ও করিমগঞ্জ মুক্ত দিবস সম্পর্কে আলোকপাত করেন।
বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে স্বাধীনতার চেতনায় শিশু-কিশোরদের উজ্জীবিত করতে মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চার প্রতি তারা গুরুত্বারোপ করেন।