কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এডভোকেট মোজাম্মেল হক মাখন (হেলিকপ্টার) নির্বাচিত হয়েছেন। বুধবার (২৯ মে) অনুষ্ঠিত করিমগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে তিনি ১ হাজার ২৭৬ ভোটের ব্যবধানে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
কেন্দ্র থেকে পাওয়া ফলাফল অনুযায়ী, হেলিকপ্টার প্রতীক নিয়ে নির্বাচন করে এডভোকেট মোজাম্মেল হক মাখন পেয়েছেন ২৭ হাজার ৯২৪ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শফিউল আলম জনি (দোয়াত কলম) পেয়েছেন ২৬ হাজার ৬৪৮ ভোট।
এখানে জাতীয় পার্টির প্রার্থী আমজাদ হোসেন খান দিদার (লাঙ্গল) পেয়েছেন ১৫ হাজার ৩৭১ ভোট।
এছাড়া কাপ পিরিচ প্রতীকের প্রার্থী ফজলুর রহমান রাজু পেয়েছেন ১১ হাজার ২৫৬ ভোট।
নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।