কিশোরগঞ্জের করিমগঞ্জ পৌর মডেল কলেজের প্রভাষক মরহুম নাজমুল আলম এর পরিবারের পাশে দাঁড়িয়েছেন কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব এরশাদ উদ্দিন। তিনি মরহুমের পরিবারকে এক লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছেন।
শনিবার (১২ আগস্ট) কলেজ প্রাঙ্গণে প্রভাষক মরহুম নাজমুল আলম এর আত্মার মাগফিরাত কামনায় অনুষ্ঠিত আলোচনা ও দোয়া মাহফিলে প্রভাষক মরহুম নাজমুল আলম এর পিতা ফরিদ উদ্দিন দুলাল ও স্ত্রী রওশন আরা নীলুর হাতে এক লাখ টাকার চেক তুলে দেন আলহাজ্ব এরশাদ উদ্দিন।
আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ পৌর মডেল কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব এরশাদ উদ্দিন।
আলোচনা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন কলেজের প্রশাসনিক কর্মকর্তা মাহফুজুর রহমান পল্টু।
এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাইরুল ইসলাম, খায়রুল ইসলাম ও মুখলেছুর রহমান।
আলোচনায় কলেজের শিক্ষকদের মধ্যে তানজিনা ইমু, নিপা আক্তার, সুব্রত পাল, ওমর ফারুক ও সঞ্জিত বর্মন এবং শিক্ষার্থীদের মধ্যে সালমান শাহ, আসাদুল ইসলাম ও সাইফুল ইসলাম অংশ নেন।
আলোচনা ও দোয়া মাহফিলে মরহুম নাজমুল আলম এর পরিবারের সদস্যদের মধ্যে পিতা ফরিদ উদ্দিন দুলাল ও স্ত্রী রওশন আরা নীলু উপস্থিত ছিলেন।