কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ইভিএমে কিশোরগঞ্জের ১০ ইউনিয়নের ভোট ৩১ জানুয়ারি

 স্টাফ রিপোর্টার | ১৮ ডিসেম্বর ২০২১, শনিবার, ৬:৫৯ | বিশেষ সংবাদ 


দশম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ৬ষ্ঠ ধাপের তফসিল শনিবার (১৮ ডিসেম্বর) ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩১ জানুয়ারি সারাদেশের মোট ২১৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

এই ধাপে কিশোরগঞ্জ জেলার দুইটি উপজেলার মোট ১০টি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে পাকুন্দিয়া উপজেলার ৯টি ও কুলিয়ারচর উপজেলার একটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

পাকুন্দিয়া উপজেলার ৯টি ইউনিয়ন হচ্ছে, জাঙ্গালিয়া, চরফরাদী, এগারসিন্দুর, বুরুদিয়া, পাটুয়াভাঙ্গা, নারান্দী, হোসেন্দী, চণ্ডিপাশা ও সুখিয়া।

এছাড়া কুলিয়ারচর উপজেলার একমাত্র ইউনিয়নটি হচ্ছে, রামদী।

এই সবগুলো ইউপিতে ভোটগ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।

ঘোষিত তফসিল অনুযায়ী, ৬ষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ৩ জানুযারি।

এছাড়া মনোনয়ন পত্র বাছাই ৬ জানুযারি। আপিল দায়ের ৭ থেকে ৯ জানুয়ারি ও আপিল নিষ্পত্তি ১০ থেকে ১২ জানুয়ারি।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৩ জানুয়ারি ও প্রতীক বরাদ্দ ১৪ জানুয়ারি।

নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩১ জানুয়ারি।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর