কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


করিমগঞ্জে পিকআপের সাথে সংঘর্ষে অটোরিকশা যাত্রী নিহত, চালক গুরুতর

 হাবিবুর রহমান বিপ্লব, করিমগঞ্জ | ২৬ ডিসেম্বর ২০২১, রবিবার, ৮:১০ | করিমগঞ্জ  


কিশোরগঞ্জের করিমগঞ্জে পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষে মুক্তু মিয়া (৫০) নামে ব্যাটারিচালিত অটোরিকশার একজন যাত্রী নিহত হয়েছেন। এছাড়া অটোরিকশা চালক জাকির হোসেন (১৮) গুরুতর আহত হয়েছে।

রোববার (২৬ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কে করিমগঞ্জ পৌরসভার বেপারীপাড়া মোড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত মুক্তু মিয়া উপজেলার নোয়াবাদ ইউনিয়নের উলুখলা গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় বাটোয়ারভোগ গ্রামের মৃত আব্দুল বারিকের ছেলে।

অন্যদিকে আহত অটোরিকশা চালক জাকির হোসেন নোয়াবাদ ইউনিয়নের উত্তর সিন্দ্রীপ গ্রামের জমির উদ্দিনের ছেলে। তাকে গুরুতর আহত অবস্থায় কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, দুপুরের দিকে অটোরিকশাটি কিশোরগঞ্জ হতে করিমগঞ্জের দিকে যাওয়ার পথে বিপরীতমুখী একটি দ্রুত গতির পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী মুক্তু মিয়ার ডান হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে পড়ে। এছাড়া তার শরীরের ডানপাশ থেঁতলে যায়।

আশঙ্কাজনক অবস্থায় মুক্তু মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে করিমগঞ্জ থানার এএসআই এমরান ভূইয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘাতক পিকআপের কোন হদিস পাওয়া যায়নি বলে তিনি কিশোরগঞ্জ নিউজ কে জানিয়েছেন।

স্থানীয় ইউপি সদস্য খুরশিদ আলম জানান, পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি ছিলেন মুক্তু মিয়া। তার মৃত্যুতে পরিবারটি অসহায় হয়ে পড়েছে। সরকারি সহযোগিতা বা স্থানীয় বিত্তবানদের সাহায্য পেলে পরিবারটি কিছুটা হলেও ঘুরে দাঁড়াতে পারবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর