কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


করিমগঞ্জে বিদ্যালয় স্লিপ অংশীজনের ওরিয়েন্টেশন

 স্টাফ রিপোর্টার | ৯ ফেব্রুয়ারি ২০২২, বুধবার, ১২:৪২ | করিমগঞ্জ  


প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার ৫৯নং খয়রত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকালে 'স্লিপ' অংশীজনের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ে আয়োজিত বিদ্যালয়ের এসএমসি, পিটিএ ও স্লিপ প্রণয়ণ টিমের সহযোগিতায় ওরিয়েন্টেশনে প্রধান অতিথি ছিলেন করিমগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম তালুকদার।

বিদ্যালয়ের এসএমসি সভাপতি মো. কামালউদ্দিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুনধর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু ছায়েম রাসেল ভূঁইয়া।

অনুষ্ঠান পরিচালনা করেন স্লিপ প্রণয়নের টিম লিডার ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহম্মদ আনোয়ার হোসেন।

এতে বক্তব্য দেন ২নং ওয়ার্ডের সদস্য মো. মিলন মিয়া, বিদ্যালয়ের এসএমসি সহ-সভাপতি মো. শামছুদ্দোহা, পিটিএ সভাপতি মো. জুয়েল মিয়া প্রমুখ।

অনুষ্ঠানে এসএমসির সভাপতি, সহ-সভাপতি ও পিটিএ সভাপতি ছাড়াও ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বোরহান উদ্দিন, অভিভাবক সদস্য সালমা আক্তার, মনি আক্তার, মো. শরিফ মিয়া, ইন্দা চুল্লি গ্রামের মো. জাহাঙ্গীর আলম ও মোকামবাড়ি গ্রামের এমদাদুল হক টুটুল স্লিপে ব্যক্তিগত অনুদান দেন।

উল্লেখ্য, বিদ্যালয় পর্যায়ে উন্নয়ন পরিকল্পনা (School Level Improvement Plan) সংক্ষেপে স্লিপ (SLIP) নামে পরিচিত। প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে এ পরিকল্পনার আওতায় বিদ্যালয়ের শিখন-শেখানো ও শিক্ষার পরিবেশ উন্নয়নের মাধ্যমে শিক্ষার সামগ্রিক মানোন্নয়নের জন্য সরকারের পক্ষ থেকে প্রতিবছরই ৫০ হাজার টাকা থেকে এক লাখ টাকা পর্যন্ত বরাদ্দ দিয়ে থাকে।

এ বরাদ্দের সাথে শিক্ষানুরাগী স্থানীয় লোকজনের ব্যক্তিগত অনুদানও যোগ করা হয়।

বিদ্যালয়টির ২০২১-২০২২ সালের স্লিপ পরিকল্পনা প্রণয়নের অংশ হিসেবে মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি জানান, করিমগঞ্জ উপজেলার ১২৫টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৬৪টি বিদ্যালয়ে ওরিয়েন্টেশন সম্পন্ন হয়েছে। বাকিগুলোতেও পর্যায়ক্রমে হবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর