কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে সড়ক পরিবহন মালিক সমিতির নির্বাচনে বিজয়ী যারা

 স্টাফ রিপোর্টার | ১ আগস্ট ২০২৩, মঙ্গলবার, ৫:৩৪ | বিশেষ সংবাদ 


দীর্ঘ ১১ বছর পর উৎসবমুখর পরিবেশে কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জেলা শহরের বত্রিশ উৎসব কমিউনিটি সেন্টারে সোমবার (৩১ জুলাই) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

মোট ৩১টি পদের বিপরীতে অনুষ্ঠিত নির্বাচনে মোট ৩৫৬ জন ভোটারের মধ্যে ৩৪৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে মঙ্গলবার (১ আগস্ট) ভোরে ফলাফল পাওয়া যায়।

এতে সভাপতি পদে আলহাজ্ব মো. হেলাল উদ্দিন মানিক এবং সাধারণ সম্পাদক পদে আলমগীর মুরাদ রেজা নির্বাচিত হয়েছেন।

সভাপতি পদে আলহাজ্ব মো. হেলাল উদ্দিন মানিক ২৩৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আলহাজ শাহজাহান লস্কর পেয়েছেন ১০৭ ভোট।

সাধারণ সম্পাদক পদে আলমগীর মুরাদ রেজা ১৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী শফিকুল ইসলাম মানিক পেয়েছেন ১৫৯ ভোট।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী দুটি প্যানেলের মধ্যে হেলাল উদ্দিন মানিক-মুরাদ প্যানেলের প্রার্থীরা ৩১টি পদের মধ্যে কার্যনির্বাহী সদস্যের দুটি পদ ছাড়া বাকি ২৯টি পদেই বিজয়ী হন।

প্যানেলটি থেকে বিজয়ী অন্যরা হলেন, সহ-সভাপতি পদে আলহাজ আনিসুজ্জামান বাবুল (২১৪ ভোট) ও একেএম শামসুজ্জামান রানা (১৭৪ ভোট), যুগ্ম সম্পাদক পদে ইফতেখার হোসেন মানিক (১৯৭ ভোট) ও মো. আব্দুল হান্নান (১৮৮ ভোট), সাংগঠনিক সম্পাদক পদে মো. সিদ্দিকুর রহমান (১৯৭ ভোট) ও কোষাধ্যক্ষ পদে মো. হাবিবুর রহমান (১৪৬ ভোট)।

এছাড়া প্যানেলটি থেকে কার্যনির্বাহী সদস্য পদে সুলতান আহমেদ (২২৯ ভোট), মো. শিহাব উদ্দিন আহাদী মানিক (২১৪ ভোট), আহমেদ কবীর সোহাগ (২১৩ ভোট), মো. শফিকুল আলম খান (২১২ ভোট), মো. শামসুজ্জামান ভূঞা রিটু (২০৯ ভোট), মো. জাকিরুল ইসলাম (২০৬ ভোট), মো. সাইদুর রহমান রতন (২০৫ ভোট), মো. তৌফিকুল ইসলাম (১৯৬ ভোট), জাহাঙ্গীর আলম ভূঞা (১৯৪ ভোট), মো. সুরুজ্জামান (১৯১ ভোট), হাজী আব্দুল হামিদ (১৮৯ ভোট), মো. জামাল উদ্দিন (১৮৭ ভোট), মো. নূরে আলম ভূঞা (১৮২ ভোট), মো. মাসুদুল ইসলাম এ্যাপোলো (১৭৯ ভোট), একেএম বদরুল হায়দার সবুজ (১৭৭ ভোট), মো. আশিকুল ইসলাম শ্যামল (১৭৪ ভোট), খন্দকার এবি সিদ্দিক ইনচু (১৭২ ভোট), মো. জাহাঙ্গীর আলম (১৬৬ ভোট), মো. রফিকুল ইসলাম (১৬০ ভোট), অসিত বরণ পাল (১৫৯ ভোট) ও প্রদীপ কুমার সাহা (১৫৭ ভোট) বিজয়ী হয়েছেন।

অন্যদিকে শাহজাহান লস্কর-শফিকুল ইসলাম মানিক প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতাকারী ২৮জন প্রার্থীর মধ্যে কেবল কার্যনির্বাহী সদস্যের দুটি পদে বিজয়ী হয়েছেন। তারা হলেন, মো. হেলাল উদ্দিন (১৬২ ভোট) ও মোস্তফা কামাল (১৫৬ ভোট)।

নির্বাচন বোর্ডের চেয়ারম্যান বিলকিছ বেগম ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর