কিশোরগঞ্জ পুলিশ লাইন্সের সামনের সড়কে ইভটিজিং করার সময় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) কিশোর গ্যাং এর পাঁচ সদস্যকে আটক করেছে। পরে ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেককে এক মাসের জেল দিয়ে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
কিশোর গ্যাংটির পাঁচ সদস্য হলো, জিসান (১৮), জাকির আহম্মেদ জনি (১৮), আবুল খায়ের সায়েম (১৮), রাকিব (১৮) ও মো. মানসুর আলম তানভীর (১৮)।
তাদের মধ্যে জিসান শহরের গাইটাল এলাকার মৃত আবুল কাশেমের ছেলে, জাকির আহম্মেদ জনি গাইটাল নামাপাড়ার মৃত আব্দুল কাদিরের ছেলে, আবুল খায়ের সায়েম শহরতলীর দক্ষিণ মুকসেদপুর এলাকার মৃত আবুল কালামের ছেলে, রাকিব কিশোরগঞ্জ সদর উপজেলার কালাইহাটির আব্দুল আওয়ালের ছেলে এবং মো. মানসুর আলম তানভীর গাইটাল এলাকার মো. বাহারুল আলমের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্র জানায়, মঙ্গলবার (৫ নভেম্বর) পুলিশ লাইন্সের সামনের সড়কে ইভটিজিং করার সময় কিশোর গ্যাংটির পাঁচ সদস্য জিসান, জাকির আহম্মেদ জনি, আবুল খায়ের সায়েম, রাকিব ও মো. মানসুর আলম তানভীরকে হাতেনাতে আটক করা হয়।
আটকের পর ভ্রাম্যমাণ আদালতের বিচারক কিশোরগঞ্জ জেলা কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ এম খোদাদাদ হোসেন প্রত্যেককে এক মাসের জেল প্রদান করেন।
পরে তাদের কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।