কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জ মুক্ত দিবসে কুবিতে মোমবাতি প্রজ্জ্বলন

 সজীব বণিক,কুবি | ১৭ ডিসেম্বর ২০১৯, মঙ্গলবার, ৭:৪৬ | বিশেষ সংবাদ 


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কিশোরগঞ্জ জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে ১৭ ডিসেম্বর ‘কিশোরগঞ্জ মুক্ত’ দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার (১৭  ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন এবং  শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

এতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কিশোরগঞ্জ জেলার শিক্ষার্থী এবং কিশোরগঞ্জ জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ অংশ নেন।

সংগঠনটির সভাপতি সজীব বণিকের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান শামসুজ্জামান মিলকী, সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক কাজল হোসাইন, আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক জয় সরকার, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ম.রকিবুল হাসান রকিসহ অন্যান্যরা।

উল্লেখ্য, ১৯৭১ সালে ১৬ ডিসেম্বর। সারাদেশের মানুষ বিজয়ের আনন্দ উপভোগ করলেও কিশোরগঞ্জের মানুষ বঞ্চিত ছিল সে আনন্দ থেকে। সেদিনও কিশোরগঞ্জের আকাশে উড়ছিল পাকিস্তানের পতাকা, হানাদার বাহিনীর দোসররা নিয়ন্ত্রণের রেখেছিল কিশোরগঞ্জ শহর।

১৬ ডিসেম্বর ঢাকায় পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পনের খবরে উজ্জীবিত মুক্তিযোদ্ধারা কিশোরগঞ্জকে মুক্ত করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেন। ওইদিন রাতে মুক্তিযোদ্ধাদের বিভিন্ন দল কিশোরগঞ্জ শহরের চারপাশে সশস্ত্র অবস্থান নেন। পরদিন সকালে কয়েকটি প্রবেশপথ দিয়ে মুক্তিযোদ্ধারা দলে দলে শহরে প্রবেশ করতে থাকেন। পরে ক্যাপ্টেন চৌহানের নেতৃত্বে মিত্রবাহিনী শহরে প্রবেশ করে।

মুক্তিযোদ্ধাদের অভিযানের খবরে মুক্তিকামী জনতাও উল্লাস করে স্বাধীনতার স্লোগান দিয়ে রাস্তায় নেমে আসে। মুক্তিবাহিনী, মিত্রবাহিনী আর জনতার উল্লাসের প্রতিধ্বনি ছড়িয়ে পড়ে কিশোরগঞ্জের মুক্ত আকাশে।

তারা ডাকবাংলোয় (রেলস্টেশন সংলগ্ন) পাকিস্তানি পতাকা পুড়িয়ে মুক্ত কিশোরগঞ্জে স্বাধীন বাংলাদেশের পতাকা উড়ান। হানাদার বাহিনীর দোসররা আত্মসমর্পণ করতে বাধ্য হয়।

এভাবেই বিজয় দিবসের পরদিন ১৭ ডিসেম্বর কিশোরগঞ্জের আকাশে উড়ে স্বাধীন বাংলাদেশের পতাকা, মানুষ মেতে উঠে বিজয়ের উল্লাসে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর