কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা ডিজিটাল উপায়ে প্রদানে কর্মশালা

 স্টাফ রিপোর্টার | ২৬ ডিসেম্বর ২০১৯, বৃহস্পতিবার, ৩:২২ | বিশেষ সংবাদ 


কিশোরগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা ডিজিটাল উপায়ে (G2P) প্রদানে তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি (MIS) ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সকালে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ হাবিবুর রহমান এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব আবুল হোসেন।

কর্মশালায় জেলার ১৩ উপজেলার ইউএনও, জেলা সমাজসেবার উপপরিচালক, জেলা প্রশাসনের কর্মকর্তা এবং জেলার সকল উপজেলার সমাজসেবা অফিসার উপস্থিত ছিলেন।

কর্মশালায় বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা ডিজিটাল উপায়ে (G2P) প্রদানে তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি (MIS) ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর