কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে চার সিগারেট বিক্রেতাকে জরিমানা

 স্টাফ রিপোর্টার | ২ জানুয়ারি ২০২০, বৃহস্পতিবার, ৩:১৯ | বিশেষ সংবাদ 


কিশোরগঞ্জে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রচারের দায়ে রিপন, বুলবুল, আবুল হোসেন ও রফিক নামে চার সিগারেট বিক্রেতাকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া প্রকাশ্যে পাবলিক প্লেসে ধুমপান করার দায়ে রাজু আহমেদ নামে এক যুবককে তিনশ’ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদলে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল গেইট এবং রেলস্টেশন এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

কিশোরগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও প্রচারণা নিষিদ্ধ এবং পৃষ্টপোষকতা নিয়ন্ত্রণ সম্পর্কিত বিধানে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) এর ফিল্ড অফিসার আমিরুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, যেকোন উপায়ে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রচার দণ্ডনীয় অপরাধ। কিন্তুতামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও প্রচারণা নিষিদ্ধ এবং পৃষ্টপোষকতা নিয়ন্ত্রণ সম্পর্কিত বিধান লঙ্ঘন করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল গেইট এবং রেলস্টেশন এলাকায় চার সিগারেট বিক্রেতা রিপন, বুলবুল, আবুল হোসেন ও রফিক তাদের ভ্রাম্যমাণ দোকানে সিগারেটের খালি প্যাকেট সাজিয়ে এবং স্টিকার সাঁটিয়ে রেখে কৌশলে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রচার করে আসছিল।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সিগারেট বিক্রেতা রিপনের কাইয়ুম স্টোর ও বুলবুল স্টোরকে দুই হাজার টাকা করে জরিমানা, আবুল হোসেন স্টোরকে এক হাজার টাকা এবং রফিক স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া বেশ কিছু দোকানে প্রদর্শিত বিজ্ঞাপন অপসারণ করা হয়।

অন্যদিকে কিশোরগঞ্জ রেলস্টেশনের প্লাটফর্মে প্রকাশ্যে ধুমপান করায় রাজু আহমেদ নামে এক যুবককে তিনশ’ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর