কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


‘আইনজীবী ও বিচারকগণের সমন্বয়ে সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়’

 স্টাফ রিপোর্টার | ৩০ জানুয়ারি ২০২০, বৃহস্পতিবার, ১০:০২ | বিশেষ সংবাদ 


প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, দেশে আইনের শাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে আইনজীবীগণ মুখ্য ভূমিকা পালন করেন। পাশাপাশি আইনজীবীগণ বিচার কার্যে বিচারকগণকে সহায়তা করেন। ফলে আইনজীবী ও বিচারকগণের সমন্বয়ে সুশাসন, ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠিত হয়। আমাদের মনে রাখতে হবে সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতাকে আরও কার্যকর করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বুধবার (২৯ জানুয়ারি) রাতে কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতি আয়োজিত প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন কে দেয়া সংবর্ধনা ও নৈশ ভোজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মিয়া মোঃ ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে এছাড়াও বক্তৃতা করেন সুপ্রীম কোর্টের আপীল বিভাগের বিচারপতি মোঃ নূরুজ্জামান।

এ সময় হাইকোর্ট বিভাগের বিচারপতি মোঃ জাহাঙ্গীর হোসেন, বিচারপতি আমির হোসেন, বিচারপতি মোঃ মাহবুব-উল-ইসলাম, জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মোঃ মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) সহ জেলা জজশীপের বিচারকবৃন্দ ও জেলার আইনজীবীগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ সহিদুল ইসলাম শহীদ।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন তাঁর ভাষণে আরও বলেন, রাষ্ট্রের ৩টি বিভাগের মধ্যে কোন প্রকার বিরোধ কাম্য নয়। প্রত্যেক বিভাগ স্বাধীনভাবে তার দায়িত্ব পালন করবে। তাছাড়া বার এবং বেঞ্চ একটি পাখির দুটি ডানা। একটিকে অস্বীকার করলে অপরটি অকার্যকর।

আইনের শাসন প্রতিষ্ঠায় একে অপরের প্রতি পরস্পর সম্মানবোধ থাকতে হবে। শক্তিশালী বার ন্যায় বিচার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করে। অসহায় বিচার প্রার্থী জনগণকে ন্যায় বিচার প্রাপ্তিতে লিগ্যাল এইড চালু রয়েছে। তাছাড়াও বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে বিচারপ্রার্থী জনগণকে আইনের সুফল প্রাপ্তিতে সহায়তা করতে হবে।

পরে প্রধান বিচারপতি আইনজীবীদের বার্ষিক নৈশ ভোজে অংশ নেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর