কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


আল্লামা আনোয়ার শাহ’র মৃত্যুতে কাঁদছে কিশোরগঞ্জ

 স্টাফ রিপোর্টার | ৩১ জানুয়ারি ২০২০, শুক্রবার, ৮:১৪ | বিশেষ সংবাদ 


বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা আযহার আলী আনোয়ার শাহ এর নামাজে জানাজায় মানুষের ঢল নেমেছিল। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর ২টায় কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে অনুষ্ঠিত মরহুমের নামাজে জানাজায় পাঁচ লক্ষাধিক মুসল্লি অংশ নেন।

নামাজে জানাজা শেষে শোলাকিয়া বাগেজান্নাত কবরস্থানে মরহুমের পারিবারিক কবরের অংশে মায়ের পাশে দাফন করা হয় দেশবরেণ্য এই আলেমকে।

আল্লামা আনোয়ার শাহের মৃত্যুতে পুরো কিশোরগঞ্জ যেন পরিণত হয়েছে শোকের শহরে। শহরের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান, রাস্তার মোড়ে টানানো রয়েছে কালো ব্যানার। ব্যানারে লেখা ‘আল্লামা আযহার আলী আনোয়ার শাহ (রহ:)-এর মৃত্যুতে আমরা শোকাহত’।

সোশ্যাল মিডিয়া যেন পরিণত হয়েছে শোকবইয়ে। ফেসবুক ইউজারদের টাইমলাইন, বিভিন্ন গ্রুপ আর পেইজে ঘুরছে আল্লামা আযহার আলী আনোয়ার শাহ এর বিভিন্ন সময়ের বয়ানের ভিডিও, ছবি, নামাজে জানাজার ছবি, ভিডিও। শোকাহত কেউ লিখছেন কবিতা। কেউ দিচ্ছেন আবেগঘন স্ট্যাটাস।

রাজধানীর ধানমন্ডির শঙ্করে অবস্থিত ইবনে সিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে গত বুধবার (২৯ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে আল্লামা আযহার আলী আনোয়ার শাহ ইন্তেকাল করেন।

তাঁর প্রয়াণে কাঁদছে কিশোরগঞ্জ। কাঁদছেন তাঁর ছাত্র-ভক্তসহ আলেমকূল। সর্বস্তরের মানুষও শোকে মুহ্যমান।

দেশবরেণ্য আলেমকে সমাহিত করার পরদিন শুক্রবার (৩১ জানুয়ারি) কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদী মসজিদে অনুষ্ঠিত জুমআর নামাজ তাই হয়ে ওঠে শোকাবহ। শোকাহত মুসল্লিদের অনেকেই নামাজ পড়ার সময় কান্নায় ভেঙ্গে পড়েন। নামাজ শেষে দোয়ার সময় মুসল্লিদের কান্নায় ভারি হয়ে ওঠে মসজিদ।

আল্লামা আযহার আলী আনোয়ার শাহ কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের সদস্য, বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড ‘বেফাকুল মাদারিসিল আরাবিয়া’র (বেফাক) সহ-সভাপতি এবং আল-জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জ-এর মহাপরিচালক ছিলেন।

কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদী মসজিদের খতিব আল্লামা আযহার আলী আনোয়ার শাহ দীর্ঘদিন সিলেটের হজরত শাহজালাল দর্গা মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। দেশের বিভিন্ন ধর্মীয় ইস্যুতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

তাঁর চমৎকার তিলাওয়াত, শুদ্ধ বাংলা ও সাবলীল আলোচনায় মুগ্ধ হয়েছেন দেশের কোটি তৌহিদী জনতা। দেশে-বিদেশে তাঁর অসংখ্য ছাত্র ও ভক্ত রয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর