কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


মানিকখালী স্টেশনে দুই ট্রেন মুখোমুখি, চালকের বুদ্ধিমত্তায় রক্ষা পেলেন হাজারো যাত্রী

 স্টাফ রিপোর্টার | ১ ফেব্রুয়ারি ২০২০, শনিবার, ১১:৪৭ | বিশেষ সংবাদ 


কটিয়াদী উপজেলার মানিকখালী রেলস্টেশনে একই লাইনে সিগন্যাল দেয়া যাত্রীবাহী দু’টি ট্রেন মুখোমুখি হয়ে পড়েছিল। এ রকম পরিস্থিতিতে চালকের তাৎক্ষণিক বুদ্ধিমত্তায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা।

শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ থেকে ঢাকাগামী ঈশাখাঁ এবং ঢাকা থেকে ময়মনসিংহগামী ঈশাখাঁ ট্রেন দু’টিকে মানিকখালী রেলস্টেশনে একই লাইনে সিগন্যাল দেয়ায় দু’টি ট্রেন মুখোমুখি অবস্থানে চলে আসে।

এতে বড় ধরনের একটি দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। এসময় দুই ট্রেনের যাত্রীরা কান্নাকাটি শুরু করেন। এছাড়া ভয় পেয়ে অনেকে ট্রেন থেকে নিচে লাফিয়ে পড়েন।

স্টেশনে আগে থেকেই উপস্থিত ট্রেনের সম্মুখ লাইট দেখে চলন্ত ট্রেনের চালক দ্রুত ব্রেক কষে মুখোমুখি সংঘর্ষ হওয়ার আগেই ট্রেনটি থামাতে সক্ষম হন। এতে জানমালের ব্যাপক ক্ষতি থেকে রক্ষা পান যাত্রীরা।

দুই ট্রেনের যাত্রীদের চিৎকারে এলাকার হাজার হাজার সাধারণ জনতা রেলস্টেশনে এসে জড়ো হন।

জানা গেছে, শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় ময়মনসিংহ থেকে ঢাকাগামী ঈশাখাঁ ট্রেনটি মানিকখালি রেলস্টেশনের ১ নম্বর লাইনে দাঁড়ানো ছিল।

ঢাকা থেকে ময়মনসিংহগামী অপর ঈশাখাঁ ট্রেনটিকেও স্টেশন মাস্টার ১ নম্বর লাইনেই সিগন্যাল দেন। ফলে ট্রেনটি ১ নম্বর লাইনে ঢুকে পড়ে।

কিন্তু স্টেশনে আগে থেকেই উপস্থিত ট্রেনের সম্মুখ লাইট দেখে চলন্ত ট্রেনের চালক দ্রুত ব্রেক কষেন। ট্রেনটিকে স্টেশনে দাঁড়ানো ট্রেনটির মুখোমুখি অবস্থানে নিয়ে গিয়ে থামাতে সক্ষম হন চালক।

জানা গেছে, এ সময় মানিকখালী রেলস্টেশনের দায়িত্বে ছিলেন সহকারী স্টেশন মাস্টার আতাউল করিম।

সাহাদাত হোসেন ফরিদ নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, একই লাইনে দুইটি ট্রেনকে সিগন্যাল দেয়ায় এই ঘটনা ঘটেছে এবং যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল।

মানিকখালি রেলস্টেশনের স্টেশন মাস্টার আবদুস সালাম বলেন, এ সময় আমি দায়িত্বে ছিলাম না, দায়িত্বে ছিলেন সহকারী স্টেশন মাস্টার আতাউল করিম। তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং ট্রেন দুটি স্টেশন ত্যাগ করেছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর