কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


জামিয়া ইমদাদিয়ার মহাপরিচালক শাব্বীর আহমদ রাশীদ, শহীদী মসজিদের খতিব শোয়াইব বিন আব্দুর রউফ

 মো. এস. হোসেন আকাশ | ৪ ফেব্রুয়ারি ২০২০, মঙ্গলবার, ৭:২০ | বিশেষ সংবাদ 


আল-জামিয়াতুল ইমদাদিয়া-কিশোরগঞ্জ  এর মহাপরিচালক (মুহতামিম) ও ঐতিহাসিক শহীদী মসজিদের মোতাওয়াল্লীর দায়িত্ব পেয়েছেন মরহুম আযহার আলী আনোয়ার শাহ'র ছোট ভাই মাওলানা শাব্বীর আহমদ রাশিদ।

কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদী মসজিদের খতিব এর দায়িত্ব পেয়েছেন কিশোরগঞ্জ আল-জামিয়াতুল ইমদাদিয়ার মুহাদ্দিস ও ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাঁহ মাঠের সানী ইমাম শোয়াইব বিন আব্দুর রউফ।

এছাড়া  শহীদী মসজিদের পেশ ইমামের দায়িত্ব পেয়েছেন মরহুম আল্লামা আযহার আলী আনোয়ার শাহ'র ছোট ছেলে মাওলানা আনজার শাহ তানিম।

সোমবার (৪ ফেব্রুয়ারি) আল জামিয়াতুল ইমদাদিয়া- কিশোরগঞ্জ এ অনুষ্ঠিত মজলিসে শুরা কমিটির সদস্যদের উপস্থিতিতে এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

মজলিসে শুরার এই বৈঠকে সভাপতিত্ব করেন আহমদ হোসেন।

বৈঠকে মজলিসে শুরার সদস্য ঢাকা ১নং সিদ্দিক বাজার জামে মসজিদের খতিব মাওলানা মুফতী উবায়দুল্লাহ, ফরিদাবাদ জামিয়া আরাবিয়া'র মুহতামিম মাওলানা আব্দুল কুদ্দুস, ময়মনসিংহ আমলীতলা মধ্যবাড়েয়া দারুল উলূম নিজামিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা হাফেজ আমিনুল হক, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ চিটাগাং রোডের মাদানীনগর মাদ্রাসার মুহাদ্দিস ফয়সাল আহমদ, সিলেট বালাগঞ্জ গওহরপুর জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা মুসলেহ উদ্দিন রাজু, ঢাকা বসুন্ধরা ফকীহুল মিল্লাত সরণী মারকাজুল ফিকরীল ইসলামী মাদ্রাসার মুহতামিম মাওলানা মুফতী আরশাদ রাহমানী, বি-বাড়িয়া কান্দিরপাড়া জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা মোবারকুল্লাহ, শেরপুর তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা সিদ্দিক আহমেদ, শুরা সদস্য অ্যাডভোকেট মো. ফজলুল কবীর, কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক কাজী শাহীন খান ও আল-জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার শিক্ষক প্রতিনিধি মাওলানা শফিকুর রহমান জালালাবাদী প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে আল-জামিয়াতুল ইমদাদিয়া-কিশোরগঞ্জ  এর মহাপরিচালক (মুহতামিম) এবং ঐতিহাসিক শহীদী মসজিদের খতিব ছিলেন সদ্য প্রয়াত আল্লাম আযহার আলী আনোয়ার শাহ রহ.।

১৯৭৭ সাল থেকে ৪৩ বছর টানা শহীদী মসজিদের খতিবের দায়িত্ব পালন করেন তিনি। গত ২৯ জানুয়ারি তিনি ইন্তেকাল করেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর