কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে তিন দিনব্যাপী ছড়া উৎসব ও চন্দ্রাবতী মেলার উদ্বোধন

 স্টাফ রিপোর্টার | ৫ মার্চ ২০২০, বৃহস্পতিবার, ৩:৩৭ | বিশেষ সংবাদ 


‘ছড়ায় হোক অঙ্গিকার, দুর্নীতি রুখিবার” এ স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জে বৃহস্পতিবার (৫ মার্চ) তিন দিনব্যাপী ১৬তম কিশোরগঞ্জ ছড়া উৎসব ও চন্দ্রাবতী মেলার উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে সকালে শহরের সমবায় কমিউনিটি সেন্টার থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে মেলার উদ্বোধন করেন ছড়াকার ও শিশু সাহিত্যিক রফিকুল হক দাদু ভাই।

উৎসব পরিচালনা পর্ষদের আহ্বায়ক আহমেদ উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী।

এছাড়া বিশেষ অতিথির বক্তৃতা করেন পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, মাসিক কিশোর ভারতী নির্বাহী সম্পাদক ও পত্র ভারতী পরিচালক চুমকী চট্টোপাধ্যায়, ছড়া মঞ্চ সিলেটের সভাপতি সিরাজ উদ্দিন শিরুল প্রমুখ।

কবি আবুল এহসান অপু’র সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন ছড়া উৎসব পরিচালনা পর্ষদের সদস্য সচিব মুক্তিযোদ্ধা মো. আবুল কাশেম।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর