কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ভৈরবে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে নারীর মৃত্যু, হাসপাতাল লকডাউন

 স্টাফ রিপোর্টার | ৭ এপ্রিল ২০২০, মঙ্গলবার, ১০:১৬ | ভৈরব 


কিশোরগঞ্জের ভৈরবে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে নূরজাহান (২০) নামে এক নারী মারা গেছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে শহরের বঙ্গবন্ধু সরণিতে অবস্থিত আনোয়ারা জেনারেল হাসপাতাল (প্রাঃ) এ ওই নারী জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হলে সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনার পর করোনা সন্দেহে হাসপাতালটি লকডাউন করে দিয়েছে স্থানীয় প্রশাসন।

মারা যাওয়া নারী নূরজাহান উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আতকাপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে ওই গৃহবধূ জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে আনোয়ারা হাসপাতালে ভর্তি হন। পরে সেখানেই সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ ঘটনাস্থলে গিয়ে হাসপাতালটি তালাবদ্ধ করে দেন।

এছাড়া এ ঘটনার পর আশপাশের এলাকাসহ বঙ্গবন্ধু সরণির রাস্তাটি অঘোষিত লকডাউন করে দেয় পুলিশ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ জানান, মারা যাওয়া ওই নারীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে।

উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা জানান, আইইডিসিআর এর গাইডলাইন অনুযায়ী ওই নারীর মরহেদ দাফন করা হবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর