কিশোরগঞ্জের ভৈরবে পিকআপ ট্রাকে করে গাঁজা পাচারের সময় ৪৮ কেজি গাঁজাসহ মো. বিল্লাল (১৯) ও সাইফুল ইসলাম সাগর (২৮) নামে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কে ভৈরবের নাটালের মোড়ে চেকপোস্ট বসিয়ে পিকআপ ট্রাকটি আটকের পর তল্লাসি চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।
আটক হওয়া দুই মাদক ব্যবসায়ীর মধ্যে মো. বিল্লাল ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ফুলতলী গ্রামের জলফু মিয়ার ছেলে এবং সাইফুল ইসলাম সাগর ভৈরবের চন্ডিবের উত্তরপাড়া মাগন হাজীর বাড়ির আক্তার হোসেনের ছেলে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই মো. নজরুল ইসলাম সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় এই অভিযান পরিচালনা করেন।
কিশোরগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়, মো. বিল্লাল ও সাইফুল ইসলাম সাগর উভয়েই মাদক ব্যবসায়ী। তাদের মধ্যে সাইফুল ইসলাম সাগর পিকআপ ট্রাকের ড্রাইভার।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কে ভৈরবের নাটালের মোড়ে চেকপোস্ট বসায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
সকাল ৮টা ২৫মিনিটের দিকে ঢাকাগামী রেজিস্ট্রেশন নম্বরপ্লেট বিহীন একটি ডিআই পিকআপ ট্রাক চেকপোস্টের কাছাকাছি আসলে সেটি সংকেত দিয়ে থামানো হয়।
এ সময় পিকআপ ট্রাকটিতে তল্লাসি চালিয়ে ৪৮ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং মো. বিল্লাল ও সাইফুল ইসলাম সাগরকে আটক করা হয়।
এ ঘটনায় ভৈরব থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।