কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ভৈরবে করোনা শনাক্ত শতকের ঘরে, নতুন করে শনাক্ত ১০

 স্টাফ রিপোর্টার | ২৯ মে ২০২০, শুক্রবার, ৪:৩২ | ভৈরব 


কিশোরগঞ্জের ভৈরবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে নতুন রোগী শনাক্তের সংখ্যা। গত ১০ এপ্রিল ভৈরব উপজেলায় প্রথম করোনাভাইরাস কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হওয়ার পর ৫০তম দিনে এসে শনাক্তের মোট সংখ্যা এখন তিন অঙ্কের কোটায়।

শুক্রবার (২৯ মে) পাওয়া সর্বশেষ রিপোর্টে নতুন করে জেলার গুরুত্বপূর্ণ এই উপজেলায় ১০ জনের করোনা শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) পর্যন্ত এ উপজেলায় মোট ৯০ জনের করোনা শনাক্ত হয়েছিল। শুক্রবার (২৯ মে) পাওয়া সর্বশেষ রিপোর্টে নতুন করে আরো ১০ জনের করোনা শনাক্ত হওয়ায় বর্তমানে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০০ জনে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত শনিবার (২৩ মে) ভৈরব উপজেলায় সংগৃহীত মোট ২৯ জনের নমুনা পরীক্ষার জন্য মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথ (আইপিএইচ) এ পাঠানো হয়েছিল। শুক্রবার (২৯ মে) দুপুরে নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া যায়।

এই ২৯ জনের নমুনার মধ্যে ১৮ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। এছাড়া ১১ জনের কোভিড-১৯ পজেটিভ এসেছে। তাদের মধ্যে একজন পুরনো কোভিড-১৯ পজেটিভ রোগীর দ্বিতীয় নমুনাও পজেটিভ এসেছে।

অর্থাৎ নতুন করে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। ফলে শুক্রবার (২৯ মে) বিকাল পর্যন্ত পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্ট অনুযায়ী ভৈরব উপজেলায় মোট ১০০ জনের করোনাভাইরাস কোভিড-১৯ পজেটিভ এসেছে।

অদ্যাবধি উপজেলা থেকে মোট ৯৩৮টি নমুনা পরীক্ষার জন্য সংগৃহীত হয়েছে। এর মধ্যে শুক্রবার (২৯ মে) বিকাল পর্যন্ত ৮০৪ টি নমুনা পরীক্ষা রিপোর্ট পাওয়া গেছে। এছাড়া গত ২৫, ২৬, ২৭ ও ২৮ মে সংগৃহীত নমুনার রিপোর্ট পেন্ডিং রয়েছে।

করোনা শনাক্ত হওয়া মোট ১০০ জনের মধ্যে একজন মৃত ব্যক্তি রয়েছেন। করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে গত ১৫ মে রাত ১১টার দিকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভৈরবের মৎস্য ব্যবসায়ী অমিয় দাস (৬০) মারা যাওয়ার পর তার রিপোর্টে কোভিড-১৯ পজেটিভ আসে।

এছাড়া এখন পর্যন্ত মোট ৪৭ জন সুস্থ হয়েছেন। সুস্থতার হার শতকরা ৪৭ ভাগ।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর