কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ডিএমপি’র তেজগাঁও বিভাগের ডিসি হলেন কিশোরগঞ্জের কৃতী সন্তান হারুন অর রশীদ

 কিশোরগঞ্জ নিউজ রিপোর্ট | ৯ জুন ২০২০, মঙ্গলবার, ৯:২৪ | বিশেষ সংবাদ 


কিশোরগঞ্জের কৃতী সন্তান ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (প্রকিউরমেন্ট এন্ড ওয়ার্কশপ) মোহাম্মদ হারুন অর রশীদ, বিপিএম (বার), পিপিএম (বার) ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে তেজগাঁও বিভাগের দায়িত্ব পেয়েছেন।

মঙ্গলবার (৯ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম বিপিএম-বার স্বাক্ষরিত এক আদেশে এ পদায়ন করা হয়েছে।

গত ১৪ মে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন অর রশীদ, বিপিএম (বার), পিপিএম (বার) কে পুলিশ সদর দফতর থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে বদলি করা হয়।

মোহাম্মদ হারুন অর রশীদ, বিপিএম (বার), পিপিএম (বার) পেশাগত জীবনে রাষ্ট্রীয় স্বীকৃতি হিসেবে তিন বার বিপিএম ও দুই বার পিপিএম পদক পেয়েছেন।

মোহাম্মদ হারুন অর রশীদ বিপিএম (বার), পিপিএম (বার) ২০০৮ সালের ৪ ডিসেম্বর নারায়ণগঞ্জের পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।

মাত্র ১০ মাস নারায়ণগঞ্জ জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনকালে মোহাম্মদ হারুন অর রশীদ, বিপিএম (বার), পিপিএম (বার) ভালো কাজের স্বীকৃতি হিসেবে ছয় বার ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার (এসপি) নির্বাচিত হন।

এছাড়া তিনি গাজীপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনকালেও কৃতিত্বের স্বাক্ষর রাখেন।

এর আগে মোহাম্মদ হারুন অর রশীদ, বিপিএম (বার), পিপিএম (বার) ঢাকা মেট্রোপলিটন পুলিশেও দায়িত্ব পালন করেছেন।

মোহাম্মদ হারুন অর রশীদ বিপিএম (বার), পিপিএম (বার) কিশোরগঞ্জ জেলার হাওর অধ্যুষিত মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের গর্বিত সন্তান।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর