কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


মিঠামইনের নিজ গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হবেন শাহিদ ভূঁইয়া, রাষ্ট্রপতির শোক

 বিজয় কর রতন, মিঠামইন | ১৩ জুন ২০২০, শনিবার, ১২:১৪ | বিশেষ সংবাদ 


কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ’এঁর নিকট আত্মীয়, জেলা আওয়ামী আইনজীবী পরিষদের প্রাক্তণ সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামী লীগের প্রাক্তণ সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. আবদুস শাহিদ ভূঁইয়া’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

এক শোক বার্তায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শহীদ পরিবারের সদস্য ও বিশিষ্ট আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. আবদুস শাহিদ ভূঁইয়া (৬৭) শুক্রবার (১২ জুন) বিকাল সাড়ে চারটার দিকে কিশোরগঞ্জ শহরের খরমপট্টি এলাকার নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক ভাইসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মহান মুক্তিযুদ্ধে তাঁর পিতা, সহোদর দুই ভাইসহ ১৭ জন নিকটাত্মীয় শহীদ হন।

২০১৪ সালের ২৩ মার্চ অনুষ্ঠিত মিঠামইন উপজেলা পরিষদ নির্বাচনে মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. আবদুস শাহিদ ভূঁইয়া চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হন।

এছাড়া তিনি উপজেলার ঘাগড়া আঃ গণি উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসেবে দুই মেয়াদে দায়িত্ব পালন করেন।

অত্যন্ত সহজ-সরল ও সাদাসিদে জীবনযাপনকারী মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. আবদুস শাহিদ ভূঁইয়া স্থানীয় বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে নিরলস অবদান রেখে গেছেন।

মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের ধোবাজুড়া গ্রামের এই কৃতী সন্তান বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথেও জড়িত ছিলেন।

তাঁর মৃত্যুতে নিজ উপজেলা মিঠামইন ছাড়াও কিশোরগঞ্জে তাঁর বন্ধু-শুভানূধ্যায়ী মহলে শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার (১৩ জুন) সকাল ১০টায় মিঠামইন উপজেলা পরিষদ মাঠে তাঁর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে বিকাল ৩টায় নিজ গ্রাম উপজেলার ঘাগড়া ইউনিয়নের ধোবাজুড়া গ্রামের ভূঁইয়া বাড়ি জামে মসজিদের সামনে দ্বিতীয় ও শেষ নামাজে জানাজা অনুষ্ঠিত। পরে রাষ্ট্রীয় মর্যাদায় গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর