কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে নতুন ২৩ জনের করোনা, করোনাশূণ্য অষ্টগ্রাম, আরো একজনের মৃত্যু, ৮৬.৪৪% সুস্থ

 কিশোরগঞ্জ নিউজ রিপোর্ট | ১৮ জুলাই ২০২০, শনিবার, ১০:৫৫ | বিশেষ সংবাদ 


কিশোরগঞ্জে করোনাভাইরাসের নতুন সংক্রমণের পাশাপাশি সুস্থতার হার উল্লেখযোগ্য হারে বাড়ছে। সর্বশেষ শনিবার (১৮ জুলাই) দিবাগত রাতে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে জেলায় নতুন করে ২৩ জনের করোনাভাইরাস কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১৮৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

এছাড়া জেলায় এ পর্যন্ত মোট ৩২ জন করোনাভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছেন। সর্বশেষ শনিবার (১৮ জুলাই) সকাল ৬টার দিকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মো. স্বাধীন মিয়া (৫০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি জেলার ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের আগানগর দক্ষিণপাড়া গ্রামের হাজী আবদুল মোতালিবের ছেলে।

অন্যদিকে জেলায় নতুন করে আরো ২২ জন সুস্থ হয়েছেন। এনিয়ে মোট ১৫৮৭ জন সুস্থ হয়েছেন। জেলায় সুস্থতার হার শতকরা প্রায় ৮৬.৪৪ ভাগ।

সুস্থ ও মৃত ব্যক্তিদের বাদ দিয়ে বর্তমানে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২১৭ জন। তাদের মধ্যে ১৬ জন হাসপাতালে এবং বাকি ২০১ জন নিজ নিজ বাড়িতে হোম আইসোলেশনে রয়েছেন।

শনিবার (১৮ জুলাই) দিবাগত রাতে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে জেলায় নতুন করোনা শনাক্ত হওয়া ২৩ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ১০ জন রয়েছেন।

বাকি ১৩ জনের মধ্যে পাকুন্দিয়া উপজেলায় ৪ জন, কটিয়াদী উপজেলায় ২ জন, ভৈরব উপজেলায় ৫ জন এবং বাজিতপুর উপজেলায় ২ জন রয়েছেন।

অন্যদিকে নতুন করে জেলায় ২২ জন করোনাভাইরাস মুক্ত হয়ে সুস্থ হয়েছেন।

নতুন সুস্থ হওয়া এই ২২ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলার সর্বোচ্চ ৮ জন, তাড়াইল উপজেলার ১ জন, কটিয়াদী উপজেলার ৩ জন, ভৈরব উপজেলার ২ জন এবং অষ্টগ্রাম উপজেলার যৌথ সর্বোচ্চ ৮ জন রয়েছেন।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রি-আইসোলেশন ওয়ার্ডে ভর্তিকৃত জরুরী রোগীসহ বৃহস্পতিবার (১৬ জুলাই), শুক্রবার (১৭ জুলাই) ও শনিবার (১৮ জুলাই) সংগৃহীত ২৭৩ জনের নমুনা কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পরীক্ষা করা হয়।

ল্যাবটিতে মোট ২৭৩ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) পর্যন্ত কিশোরগঞ্জ জেলায় করোনা শনাক্তের সংখ্যা ছিল ১৮১৩ জন। শনিবার (১৮ জুলাই) নতুন করে আরো ২৩ জনের করোনা শনাক্ত হওয়ায় বর্তমানে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৩৬ জনে।

এদিকে জেলায় করোনাভাইরাস থেকে নতুন করে ২২ জন সুস্থ হয়েছেন। এর আগে জেলায় সুস্থ হওয়ার সংখ্যা ছিল ১৫৬৫ জন। ফলে সুস্থ হওয়ার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৮৭ জন।

বর্তমানে অন্য জেলায় শনাক্তকৃত ১ জন করোনা পজেটিভসহ জেলায় মোট ২১৮ জন করোনা রোগী এবং ৬ জন সাসপেক্টটেড/নেগেটিভ বিভিন্ন হাসপাতাল ও নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন।

শনিবার (১৮ জুলাই) দিবাগত রাতে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান কিশোরগঞ্জ নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান কিশোরগঞ্জ নিউজকে জানান, প্রকাশিত ২৭৩ জনের নমুনা পরীক্ষার রিপোর্টে নতুন করে ২৩ জনের পজেটিভ ও ২৪৭ জনের নেগেটিভ এসেছে। এছাড়া পুরাতন পজেটিভ ৩ জনের আবারও পজেটিভ এসেছে।

ফলে শনিবার (১৮ জুলাই) পর্যন্ত পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্ট অনুযায়ী কিশোরগঞ্জ জেলায় মোট ১৮৩৬ জনের করোনাভাইরাস কোভিড-১৯ পজেটিভ এসেছে।

উপজেলাওয়ারী হিসাবে, কিশোরগঞ্জ সদর উপজেলায় ৪৭৭ জন, হোসেনপুর উপজেলায় ৪১ জন, করিমগঞ্জ উপজেলায় ১১২ জন, তাড়াইল উপজেলায় ৮২ জন, পাকুন্দিয়ায় উপজেলায় ৯৯ জন, কটিয়াদী উপজেলায় ১০৮ জন, কুলিয়ারচর উপজেলায় ১০৫ জন, ভৈরব উপজেলায় ৫৪২ জন, নিকলী উপজেলায় ৩৩ জন, বাজিতপুর উপজেলায় ১৫৭ জন, ইটনা উপজেলায় ৩০ জন, মিঠামইন উপজেলায় ৩৮ জন ও অষ্টগ্রাম উপজেলায় ১২ জন এ পর্যন্ত করোনাভাইরাস কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছেন।

তাদের মধ্যে ৩২ জন মৃত ব্যক্তি রয়েছেন। উপজেলাওয়ারী হিসেবে, কিশোরগঞ্জ সদর উপজেলার ৬ জন, হোসেনপুর উপজেলার ১ জন, করিমগঞ্জ উপজেলার ২ জন, তাড়াইল উপজেলার ১ জন, কটিয়াদী উপজেলার ১ জন, কুলিয়ারচর উপজেলার ২ জন, ভৈরব উপজেলার ১৪ জন, নিকলী উপজেলার ২ জন, বাজিতপুর উপজেলার ২ জন ও মিঠামইন উপজেলার ১ জন মৃত ব্যক্তি রয়েছেন।

সুস্থ ও মৃত ব্যক্তিদের বাদ দিয়ে বর্তমানে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২১৭ জন। উপজেলাওয়ারী হিসাবে, কিশোরগঞ্জ সদর উপজেলায় ১০৬ জন, হোসেনপুর উপজেলায় ৫ জন, করিমগঞ্জ উপজেলায় ২ জন, তাড়াইল উপজেলায় ৩ জন, পাকুন্দিয়ায় উপজেলায় ২৪ জন, কটিয়াদী উপজেলায় ১২ জন, কুলিয়ারচর উপজেলায় ১ জন, ভৈরব উপজেলায় ৩৫ জন, নিকলী উপজেলায় ৩ জন, বাজিতপুর উপজেলায় ২৩ জন, ইটনা উপজেলায় ২ জন ও মিঠামইন উপজেলায় ১ জন বর্তমানে করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি রয়েছেন।

অন্যদিকে জেলার একমাত্র উপজেলা হিসেবে অষ্টগ্রাম উপজেলায় এখন কোন করোনাভাইরাসে আক্রান্ত রোগী নেই।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর