কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে করোনা উপসর্গ নিয়ে নারীর মৃত্যু

 স্টাফ রিপোর্টার | ২০ জুলাই ২০২০, সোমবার, ১১:২৯ | বিশেষ সংবাদ 


কিশোরগঞ্জে করোনাভাইরাস কোভিড-১৯ উপসর্গ নিয়ে রাজিয়া আহমেদ (৮০) নামে এক নারী চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সোমবার (২০ জুলাই) রাত ১০টার দিকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

এর আগে সকাল ৯টার দিকে প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে তিনি সেখানে ভর্তি হন। তাঁর অবস্থা সংকটাপন্ন হওয়ায় ভর্তির পর পরই তাকে আইসিইউতে নেয়া হয়।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মুহাম্মদ আবিদুর রহমান ভূঞা জিমি কিশোরগঞ্জ নিউজকে জানান, প্রচণ্ড শ্বাসকষ্ট ছাড়াও তাঁর অক্সিজেন সিচুরেশন খুবই কম ছিল।

সোমবার (২০ জুলাই) সকালে ভর্তির সাথে সাথে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় রাত ১০টার দিকে তিনি মারা যান।

ভর্তি হওয়ার পর তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছিল। নমুনা পরীক্ষার রিপোর্ট পেন্ডিং রয়েছে।

রিপোর্ট পাওয়া গেলে তিনি করোনা আক্রান্ত ছিলেন কি-না, সে সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া রাজিয়া আহমেদ কিশোরগঞ্জ শহরের চরশোলাকিয়া এলাকার প্রয়াত তাহের উদ্দিনের স্ত্রী।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর