কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ছেলেদের নির্যাতনে বাড়িছাড়া অসহায় বৃদ্ধের পাশে দাঁড়ালেন জিএমপি কমিশনার, ফিরলেন বাড়িতে

 কিশোরগঞ্জ নিউজ ডেস্ক | ২৫ জুলাই ২০২০, শনিবার, ১১:৫৭ | বিশেষ সংবাদ 


কিশোরগঞ্জের কৃতী সন্তান গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার মোঃ আনোয়ার হোসেন বিপিএম(বার), পিপিএম(বার) এর হস্তক্ষেপে বাড়ি-জমির জন্য ছেলেদের নির্যাতনে বাড়িছাড়া এক বৃদ্ধ পিতা পুনরায় তাঁর বাড়ির দখল বুঝে পেয়েছেন।

পুলিশের সহায়তায় বাড়িসহ জমি ফিরে পাওয়া অসহায় এই বৃদ্ধের নাম জহিরুল হক (৮১)। তিনি গাজীপুর মহানগরের গাছা থানাধীন ৩৬ নং ওয়ার্ডের কামারজুড়ী এলাকায় বসবাস করেন।

রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে চাকুরি করা জহিরুল হক সারাজীবনের সঞ্চয় দিয়ে পাঁচ কাঠা জায়গা কিনে বাড়ি করেন। স্ত্রী গত হয়েছেন। বয়সের ভাড়ে ন্যূজ জহিরুল হকের শেষ জীবনটা আরাম আয়েশে কাটানোর কথা ছিল।

কিন্তু ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস! জমিসহ বাড়ি লিখে দেয়ার জন্য নিজ পুত্রদের নির্যাতনের শিকার হলেন তিনি।

দুই ছেলে একরামুল হক সেলিম ও ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেনের অত্যাচারে টিকতে না পেরে বাঁচার আকুতি নিয়ে পালিয়ে যান মেয়ে মর্জিনার ভাড়া বাসায়।

সেখানেও নিস্তার মেলেনি তাঁর। জমিলিপ্সু দুই পুত্র তাদের জন্মদাতাকে সেখান থেকে সিঁড়ি দিয়ে টেনে হিচড়ে বের করে নিয়ে আসেন।

অশীতিপর জহিরুল হকের আর্তচিৎকারে স্থানীয় লোকজন তাকে রক্ষা করে বিষয়টি গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আনোয়ার হোসেন বিপিএম(বার), পিপিএম(বার) কে অবগত করেন।

অতঃপর পুলিশ কমিশনারের নির্দেশে গাছা থানা পুলিশ অসহায় জহিরুল হককে উদ্ধার করে তার নিজ বাড়ীতে নিয়ে যায়।

নিজের বাড়িতে পুনরায় আসতে পেরে আপ্লুত জহিরুল হক পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এদিকে নির্যাতনকারী পুত্রদের গ্রেফতারে পুলিশী অভিযান চলছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর