কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে নতুন করে ১৪ জনের করোনা শনাক্ত, সুস্থ ২০, সুস্থতার হার ৮৭.৭২%

 কিশোরগঞ্জ নিউজ রিপোর্ট | ২৬ জুলাই ২০২০, রবিবার, ১০:৫৭ | বিশেষ সংবাদ 


কিশোরগঞ্জ জেলায় করোনাভাইরাস কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতি ক্রমশ উন্নতির দিকে রয়েছে। মোট করোনা শনাক্তের সিংহভাগই সুস্থ হয়ে ওঠেছেন। এছাড়া প্রতিদিনই সুস্থতার ধারা অব্যাহত রয়েছে। যদিও এই সময়ে অদৃশ্য এই ভাইরাস কেড়ে নিয়েছে মূল্যবান ৩৪টি প্রাণ।

সর্বশেষ রোববার (২৬ জুলাই) রাতে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে জেলায় নতুন করে ১৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। অন্যদিকে ২০ জন করোনাভাইরাস মুক্ত হয়ে সুস্থ হয়েছেন। জেলায় মোট সুস্থতার হার শতকরা ৮৭.৭২ ভাগ।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রি-আইসোলেশন ওয়ার্ডে ভর্তিকৃত জরুরী রোগীসহ শুক্রবার (২৪ জুলাই) ও শনিবার (২৫ জুলাই) সংগৃহীত ৯৪ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট রোববার (২৬ জুলাই) রাতে প্রকাশ করা হয়েছে।

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে এই ৯৪ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া ৮০ জনের নেগেটিভ এসেছে।

শনিবার (২৫ জুলাই) পর্যন্ত কিশোরগঞ্জ জেলায় করোনা শনাক্তের সংখ্যা ছিল ১৯৩৩ জন। রোববার (২৬ জুলাই) নতুন করে আরো ১৪ জনের করোনা শনাক্ত হওয়ায় বর্তমানে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯৪৭ জনে।

এদিকে নতুন করে জেলায় করোনাভাইরাস থেকে ২০ জন সুস্থ হয়েছেন। এর আগে জেলায় সুস্থ হওয়ার সংখ্যা ছিল ১৬৮৮ জন। ফলে সুস্থ হওয়ার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭০৮ জন।

সুস্থ ও মৃত ব্যক্তিদের বাদ দিয়ে বর্তমানে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২০৫ জন। তাদের মধ্যে ৩৩ জন হাসপাতালে এবং বাকি ১৭২ জন নিজ নিজ বাড়িতে হোম আইসোলেশনে রয়েছেন।

হাসপাতালে থাকা ৩৩ জনের মধ্যে দুইজন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন।

এছাড়া অন্য জেলায় শনাক্তকৃত ১ জন করোনা পজেটিভ এবং ১০ জন সাসপেক্টটেড/নেগেটিভ বিভিন্ন হাসপাতাল ও নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন।

রোববার (২৬ জুলাই) দিবাগত রাতে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে জেলায় নতুন করোনা শনাক্ত হওয়া ১৪ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ৬ জন রয়েছেন।

বাকি ৮ জনের মধ্যে করিমগঞ্জ উপজেলায় ১ জন, পাকুন্দিয়া উপজেলায় ১ জন, কটিয়াদী উপজেলায় ২ জন এবং ভৈরব উপজেলায় ৪ জন রয়েছেন।

অন্যদিকে নতুন করে জেলায় ২০ জন করোনাভাইরাস মুক্ত হয়ে সুস্থ হয়েছেন।

নতুন সুস্থ হওয়া এই ২০ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলার সর্বোচ্চ ১৬ জন, কটিয়াদী উপজেলার ১ জন, ভৈরব উপজেলার ১ জন, বাজিতপুর উপজেলার ১ জন এবং ইটনা উপজেলার ১ জন রয়েছেন।

রোববার (২৬ জুলাই) দিবাগত রাত ১১টার দিকে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান কিশোরগঞ্জ নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান কিশোরগঞ্জ নিউজকে জানান, প্রকাশিত ৯৪ জনের নমুনা পরীক্ষার রিপোর্টে নতুন করে ১৪ জনের পজেটিভ ও ৮০ জনের নেগেটিভ এসেছে।

ফলে রোববার (২৬ জুলাই) পর্যন্ত পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্ট অনুযায়ী কিশোরগঞ্জ জেলায় মোট ১৯৪৭ জনের করোনাভাইরাস কোভিড-১৯ পজেটিভ এসেছে।

উপজেলাওয়ারী হিসাবে, কিশোরগঞ্জ সদর উপজেলায় ৫৩৯ জন, হোসেনপুর উপজেলায় ৪৯ জন, করিমগঞ্জ উপজেলায় ১১৭ জন, তাড়াইল উপজেলায় ৮৪ জন, পাকুন্দিয়ায় উপজেলায় ১০৪ জন, কটিয়াদী উপজেলায় ১১২ জন, কুলিয়ারচর উপজেলায় ১০৮ জন, ভৈরব উপজেলায় ৫৫৪ জন, নিকলী উপজেলায় ৩৮ জন, বাজিতপুর উপজেলায় ১৬০ জন, ইটনা উপজেলায় ৩২ জন, মিঠামইন উপজেলায় ৩৮ জন ও অষ্টগ্রাম উপজেলায় ১২ জন এ পর্যন্ত করোনাভাইরাস কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছেন।

তাদের মধ্যে ৩৪ জন মৃত ব্যক্তি রয়েছেন। উপজেলাওয়ারী হিসেবে, কিশোরগঞ্জ সদর উপজেলার ৭ জন, হোসেনপুর উপজেলার ১ জন, করিমগঞ্জ উপজেলার ২ জন, তাড়াইল উপজেলার ১ জন, কটিয়াদী উপজেলার ১ জন, কুলিয়ারচর উপজেলার ২ জন, ভৈরব উপজেলার ১৪ জন, নিকলী উপজেলার ২ জন, বাজিতপুর উপজেলার ২ জন, ইটনা উপজেলার ১ জন ও মিঠামইন উপজেলার ১ জন মৃত ব্যক্তি রয়েছেন।

সুস্থ ও মৃত ব্যক্তিদের বাদ দিয়ে বর্তমানে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২০৫ জন। উপজেলাওয়ারী হিসাবে, কিশোরগঞ্জ সদর উপজেলায় ১০০ জন, হোসেনপুর উপজেলায় ১১ জন, করিমগঞ্জ উপজেলায় ৬ জন, তাড়াইল উপজেলায় ৪ জন, পাকুন্দিয়ায় উপজেলায় ১৪ জন, কটিয়াদী উপজেলায় ১০ জন, কুলিয়ারচর উপজেলায় ৪ জন, ভৈরব উপজেলায় ৩৭ জন, নিকলী উপজেলায় ৭ জন, বাজিতপুর উপজেলায় ১১ জন ও ইটনা উপজেলায় ১ জন বর্তমানে করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি রয়েছেন।

জেলার ১৩ টি উপজেলার মধ্যে অষ্টগ্রাম ও ও মিঠামইন এই দু’টি উপজেলায় বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত কোন রোগী নেই।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর