কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে মাস্ক এবং ড্রাইভিং লাইসেন্স না থাকায় জরিমানা

 স্টাফ রিপোর্টার | ১৮ আগস্ট ২০২০, মঙ্গলবার, ১:১২ | বিশেষ সংবাদ 


করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মাস্ক পরিধানের কোন বিকল্প নেই। এ লক্ষ্যেই কিশোরগঞ্জে জেলা সদরসহ প্রতিটি উপজেলায় নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে।

জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর নির্দেশনায় অন্যান্য দিনের মতো সোমবার (১৭ আগস্ট)ও জেলাজুড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এর মধ্যে জেলা শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালেক্টরেটের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া এবং উবায়দুর রহমান সাহেল।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করেন কিশোরগঞ্জ জেলা পুলিশ ও র‌্যাব সদস্যরা।

এ সময় মাস্ক পরিধান না করে অপ্রয়োজনীয় ঘুরাফেরা, স্বাস্থ্যবিধি না মেনে চলাফেরা করায় মোট ৫ জনকে ৩ হাজার ৫০ টাকা জরিমানা করা হয়।

এছাড়া ড্রাইভিং লাইসেন্সবিহীন মোটর বাইক চালানোর অপরাধে ৮টি মামলায় মোট ৬ হাজার ২শ’ টাকা অর্থদণ্ড করা হয়।

সোমবার (১৭ আগস্ট) কিশোরগঞ্জ জেলায় মোট ৩৯টি মামলায় সর্বমোট ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এদিন কিশোরগঞ্জ জেলায় মাস্ক ব্যবহার না করায় মোট ৩১টি মামলায় বিভিন্নজনকে সর্বমোট ১০ হাজার ৮শ’ টাকা জরিমানা করা হয়।

জনস্বার্থে কিশোরগঞ্জ জেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসন সূত্র জানিয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর