কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে কোটি টাকার অনুদান বিতরণ

 স্টাফ রিপোর্টার | ১৯ আগস্ট ২০২০, বুধবার, ৭:৩১ | বিশেষ সংবাদ 


কিশোরগঞ্জে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ, স্ট্রোকে প্যারালাইজড ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ২০৮ জন রোগীর মাঝে অনুদান হিসেবে ৫০ হাজার টাকা করে মোট এক কোটি ৪ লাখ টাকার চেক বিতরণ করছে জেলা সমাজসেবা কার্যালয়।

বুধবার (১৯ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে কিশোরগঞ্জ সদর উপজেলার অনুদানপ্রাপ্ত ৪৬ জনের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়।

চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মাসউদ।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. কামরুজ্জামান খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে কালেক্টরেটের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. উবায়দুর রহমান সাহেল, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. জহির আহমেদ তালুকদার, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু প্রমুখ উপস্থিত ছিলেন।

চেক বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা, অনুদানপ্রাপ্ত রোগী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর