কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে নতুন ২৭ জনের করোনা, সুস্থ ২৯, মোট শনাক্ত ২৪২৬, মোট সুস্থ ২১১২

 কিশোরগঞ্জ নিউজ রিপোর্ট | ২২ আগস্ট ২০২০, শনিবার, ১০:০৬ | বিশেষ সংবাদ 


কিশোরগঞ্জে সর্বশেষ শনিবার (২২ আগস্ট) দিবাগত রাতে প্রকাশিত রিপোর্টে জেলায় নতুন করে ২৭ জনের করোনাভাইরাস কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট), বুধবার (১৯ আগস্ট), বৃহস্পতিবার (২০ আগস্ট), শুক্রবার (২১ আগস্ট) ও শনিবার (২২ আগস্ট) সংগৃহীত মোট ১৪৮ জনের নমুনা পরীক্ষায় নতুন করে এই ২৭ জনের কোভিড-১৯ পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে।

নতুন করোনা শনাক্ত ২৭ জনের মধ্যে ৬ জন কিশোরগঞ্জ সদর উপজেলায় শনাক্ত হয়েছেন। এছাড়া বাকি ২১ জনের মধ্যে হোসেনপুর উপজেলায় ২ জন, তাড়াইল উপজেলায় ২ জন, পাকুন্দিয়া উপজেলায় ২ জন, কটিয়াদী উপজেলায় ৬ জন, ভৈরব উপজেলায় ৮ জন এবং বাজিতপুর উপজেলায় ১ জন নতুন করোনা শনাক্ত হয়েছেন।

এদিকে নতুন করে জেলায় মোট ২৯ জন সুস্থ হয়েছেন। তাদের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলার সর্বোচ্চ ২২ জন রয়েছেন। এছাড়া বাকি ৭ জনের মধ্যে ভৈরব উপজেলার ২ জন ও বাজিতপুর উপজেলার ৫ জন রয়েছেন।

সর্বমোট ৮০৮ জন শনাক্ত, সর্বমোট ৬৬৬ জন সুস্থ ও সর্বমোট ১২৯ জন আক্রান্ত নিয়ে এই তিন ক্ষেত্রেই জেলায় শীর্ষে রয়েছে কিশোরগঞ্জ সদর উপজেলা।

অন্যদিকে সর্বোচ্চ ১৪ জনের মৃত্যু হওয়ায় সর্বমোট মৃত্যুর ক্ষেত্রে জেলায় শীর্ষে রয়েছে ভৈরব উপজেলা। তবে মৃত্যুর ক্ষেত্রেও মোট ১৩ জনের মৃত্যু নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে কিশোরগঞ্জ সদর উপজেলা।

শনিবার (২২ আগস্ট) দিবাগত রাতে মোট ১৪৮ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট প্রকাশিত হয়েছে। প্রকাশিত এই নমুনা পরীক্ষার রিপোর্টে জেলায় নতুন করে মোট ২৭ জনের করোনাভাইরাস কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছে। অন্যদিকে ১১৬ জনের নেগেটিভ এসেছে।

এছাড়া পুরাতন পজেটিভ দুইজনের আবারও কোভিড-১৯ পজেটিভ এসেছে এবং অন্য জেলার তিনজনের কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছে।

নতুন ২৭ জনের করোনা পজেটিভ আসায় জেলার ১৩টি উপজেলায় মোট ২৪২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মোট ২১১২ জন সুস্থ হয়েছেন। এছাড়া করোনার ছোবলে এই সময়ে ঝরে গেছে ৪৩টি মূল্যবাণ প্রাণ।

সুস্থ ও মৃত ব্যক্তিদের বাদ দিয়ে বর্তমানে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৭১ জন।

সুস্থ ও মৃত ব্যক্তিদের বাদ দিয়ে বর্তমানে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত ২৭১ জনের মধ্যে ৩৬ জন হাসপাতালে এবং বাকি ২৩৫ জন নিজ নিজ বাড়িতে হোম আইসোলেশনে রয়েছেন।

হাসপাতালে ভর্তি ৩৬ জনের মধ্যে ৫ জন কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ’তে ভর্তি রয়েছেন।

এছাড়া অন্য জেলায় শনাক্তকৃত ১ জন করোনা পজেটিভ এবং ১১ জন সাসপেক্টটেড/নেগেটিভ বিভিন্ন হাসপাতালে আইসোলেশনে রয়েছেন।

শনিবার (২২ আগস্ট) দিবাগত রাত ১০টার দিকে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান কিশোরগঞ্জ নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান কিশোরগঞ্জ নিউজকে জানান, প্রকাশিত ১৪৮ জনের নমুনা পরীক্ষার রিপোর্টে নতুন করে ২৭ জনের পজেটিভ ও ১১৬ জনের নেগেটিভ এসেছে।

এছাড়া পুরাতন পজেটিভ দুইজনের আবারও কোভিড-১৯ পজেটিভ এসেছে এবং অন্য জেলার তিনজনের কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছে।

উপজেলাওয়ারী হিসাবে, কিশোরগঞ্জ সদর উপজেলায় ৮০৮ জন, হোসেনপুর উপজেলায় ৬২ জন, করিমগঞ্জ উপজেলায় ১২৭ জন, তাড়াইল উপজেলায় ১০৪ জন, পাকুন্দিয়ায় উপজেলায় ১৩৬ জন, কটিয়াদী উপজেলায় ১৪১ জন, কুলিয়ারচর উপজেলায় ১১৯ জন, ভৈরব উপজেলায় ৫৯৬ জন, নিকলী উপজেলায় ৪৮ জন, বাজিতপুর উপজেলায় ১৯৫ জন, ইটনা উপজেলায় ৩৩ জন, মিঠামইন উপজেলায় ৪২ জন ও অষ্টগ্রাম উপজেলায় ১৫ জন এ পর্যন্ত করোনাভাইরাস কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছেন।

তাদের মধ্যে ৪৩ জন মৃত ব্যক্তি রয়েছেন। উপজেলাওয়ারী হিসেবে, কিশোরগঞ্জ সদর উপজেলার ১৩ জন, হোসেনপুর উপজেলার ১ জন, করিমগঞ্জ উপজেলার ২ জন, তাড়াইল উপজেলার ১ জন, কটিয়াদী উপজেলার ২ জন, কুলিয়ারচর উপজেলার ৩ জন, ভৈরব উপজেলার ১৪ জন, নিকলী উপজেলার ৩ জন, বাজিতপুর উপজেলার ২ জন, ইটনা উপজেলার ১ জন ও মিঠামইন উপজেলার ১ জন মৃত ব্যক্তি রয়েছেন।

সুস্থ ও মৃত ব্যক্তিদের বাদ দিয়ে বর্তমানে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৭১ জন। উপজেলাওয়ারী হিসাবে, কিশোরগঞ্জ সদর উপজেলায় ১২৯ জন, হোসেনপুর উপজেলায় ১০ জন, করিমগঞ্জ উপজেলায় ৫ জন, তাড়াইল উপজেলায় ১৩ জন, পাকুন্দিয়ায় উপজেলায় ২২ জন, কটিয়াদী উপজেলায় ২১ জন, কুলিয়ারচর উপজেলায় ৯ জন, ভৈরব উপজেলায় ৩৪ জন, নিকলী উপজেলায় ৩ জন, বাজিতপুর উপজেলায় ১৮ জন, ইটনা উপজেলায় ১ জন, মিঠামইন উপজেলায় ৪ জন ও অষ্টগ্রাম উপজেলায় ২ জন বর্তমানে করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি রয়েছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর