কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কুলিয়ারচরে বিধবা হত্যায় একজনের মৃত্যুদণ্ড, আরেকজনের যাবজ্জীবন, দুইজনের ১০ বছর কারাদণ্ড

 বিশেষ প্রতিনিধি | ২৭ আগস্ট ২০২০, বৃহস্পতিবার, ৪:৫০ | বিশেষ সংবাদ 


কিশোরগঞ্জের কুলিয়ারচরে জমি সংক্রান্ত বিরোধের জেরে বিধবা জুমেলা আক্তার হত্যা মামলার রায়ে এক আসামিকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত। এছাড়া আরেক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা এবং অপর দুই আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম আসামিদের উপস্থিতিতে উপরোক্ত রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির নাম মো. আবু তাহের। তিনি কুলিয়ারচর উপজেলার মধ্য গোবরিয়া গ্রামের হাজী ইনসাফ উদ্দিনের ছেলে। যাবজ্জীবন সাজাপাপ্ত আসামি হচ্ছেন, একই এলাকার সিরাজুল ইসলাম।

এছাড়া ১০ বছরের সাজা দেয়া হয়েছে আসামি মিজানুর রহমান ও জিল্লুর রহমানকে। তাদের দু’জনের বাড়িও একই এলাকায়।

অন্যদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামি মজিবুর রহমান মজনুকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

হত্যাকাণ্ডের শিকার জুমেলা আক্তার একই এলাকার মৃত আবু সাঈদের স্ত্রী।

মামলার বিবরণে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে ২০০৮ সালের ১৮ মার্চ গভীর রাতে আসামিরা বিধবা জুমেলা আক্তারের ঘরে ঢুকে তাকে কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে হাসপাতালে নেওয়ার পথে ওই বিধবার মৃত্যু হয়।

এ ঘটনায় পরদিন নিহতের ভাবী পরশা আক্তার বাদী হয়ে ১০ জনের নামাল্লেখ করে কুলিয়ারচর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মামলাটির তদন্তভার গ্রহণ করে। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী কামাল উদ্দিন দীর্ঘ তদন্ত শেষে ২০১১ সালের ২১ মার্চ ৫ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন।

বাদীপক্ষে এপিপি অ্যাডভোকেট সৈয়দ শাহজাহান এবং আসামিপক্ষে অ্যাডভোকেট আব্দুর রহমান ও খসরুজ্জামান মামলাটি পরিচালনা করেন।

ভিডিও:


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর