কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


নিকলীতে হাওর ভ্রমণে এসে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

 বিশেষ প্রতিনিধি | ২৯ আগস্ট ২০২০, শনিবার, ৩:৪৩ | বিশেষ সংবাদ 


কিশোরগঞ্জের নিকলীতে হাওর ভ্র্রমণে এসে পানিতে ডুবে ইফাত (২৫) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) বিকালে হাওরের পানিতে নেমে তিনি নিখোঁজ হন। শনিবার (২৯ আগস্ট) সকালে তার লাশ ভেসে ওঠলে উদ্ধার করা হয়।

নিহত পর্যটক ইফাত নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর গ্রামের মো. হানিফ মিয়ার ছেলে। তিনি ঢাকায় ব্যবসা করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার (২৮ আগস্ট) ঢাকা থেকে মোটর সাইকেলযোগে হাওর ভ্রমণের জন্য ৯ বন্ধু নিকলীতে আসেন। তাদের চারটি মোটর সাইকেল বেড়িবাঁধে রেখে তারা হাওর ভ্রমণের জন্য নৌকায় চড়েন। এক পর্যায়ে তারা পানিতে সাঁতার কাটতে নামেন।

সাঁতার ও ভ্রমণ শেষে অন্যরা নিকলীর মোহরকোনা এলাকার বেড়িবাঁধে জড়ো হলে তখন ইফাতের নিখোঁজ থাকার বিষয়টি নজরে আসে।

পরে শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার চন্তিঘাট এলাকার হাওরে তার লাশ ভেসে ওঠলে উদ্ধারের পর পুলিশ কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

নিকলী থানার ওসি মো. সামছুল আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে নিকলী থানায় অপমৃত্যু মামলা হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর