কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে নতুন ১৪ জনের করোনা, আইনজীবীর মৃত্যু, রোগী নেই ইটনায়

 কিশোরগঞ্জ নিউজ রিপোর্ট | ৩০ আগস্ট ২০২০, রবিবার, ১০:৫১ | বিশেষ সংবাদ 


কিশোরগঞ্জে সর্বশেষ রোববার (৩০ আগস্ট) দিবাগত রাতে প্রকাশিত রিপোর্টে জেলায় নতুন করে ১৪ জনের করোনাভাইরাস কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছে। অন্যদিকে নতুন করে জেলায় মোট ১১ জন সুস্থ হয়েছেন। এছাড়া নতুন করে আরো একজনের মৃত্যু হয়েছে।

নতুন করোনা শনাক্ত ১৪ জনের মধ্যে ১২ জনই কিশোরগঞ্জ সদর উপজেলায়। এছাড়া বাকি ২ জনের মধ্যে হোসেনপুর উপজেলায় ১ জন ও কুলিয়ারচর উপজেলায় ১ জন রয়েছেন। অন্যদিকে কিশোরগঞ্জ সদর উপজেলায় নতুন মৃত্যুর ঘটনাটি ঘটেছে।

নতুন সুস্থ হওয়া ১১ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলার সর্বোচ্চ ৬ জন রয়েছেন। এছাড়া বাকি ৫ জনের মধ্যে হোসেনপুর উপজেলার ২ জন, ভৈরব উপজেলার ১ জন, ইটনা উপজেলার ১ জন ও অষ্টগ্রাম উপজেলার ১ জন রয়েছেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট), শুক্রবার (২৮ আগস্ট), শনিবার (২৯ আগস্ট) ও রোববার (৩০ আগস্ট) জেলায় সংগৃহীত ৯৪ জনের নমুনা পরীক্ষায় নতুন করে এই ১৪ জনের কোভিড-১৯ পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে।

অন্যদিকে ৭৯ জনের নেগেটিভ এসেছে। এছাড়া পুরাতন পজেটিভ একজনের আবারও কোভিড-১৯ পজেটিভ এসেছে।

এদিকে রোববার (৩০ আগস্ট) দুপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী ইমাম হোসেন মিল্কী (৮০) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বেলা ১২টার দিকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গত ১৯ আগস্ট ও ২৬ আগস্ট তাঁর কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়। তিনি কোভিড-১৯ পজেটিভ ছাড়াও কিডনী রোগে ভুগছিলেন।

রোববার (৩০ আগস্ট) নতুন ১৪ জনের করোনা পজেটিভ আসায় জেলার ১৩টি উপজেলায় মোট ২৫২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মোট ২২৫০ জন সুস্থ হয়েছেন। এছাড়া করোনার ছোবলে এই সময়ে ঝরে গেছে ৪৫টি মূল্যবাণ প্রাণ।

সুস্থ ও মৃত ব্যক্তিদের বাদ দিয়ে বর্তমানে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৩১ জন।

সুস্থ ও মৃত ব্যক্তিদের বাদ দিয়ে বর্তমানে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত ২৩১ জনের মধ্যে ২০ জন হাসপাতালে এবং বাকি ২১১ জন নিজ নিজ বাড়িতে হোম আইসোলেশনে রয়েছেন।

হাসপাতালে ভর্তি ২০ জনের মধ্যে ৩ জন কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ’তে ভর্তি রয়েছেন।

এছাড়া অন্য জেলায় শনাক্তকৃত ১ জন করোনা পজেটিভ এবং ১৬ জন সাসপেক্টটেড/নেগেটিভ বিভিন্ন হাসপাতালে আইসোলেশনে রয়েছেন।

রোববার (৩০ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান কিশোরগঞ্জ নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান কিশোরগঞ্জ নিউজকে জানান, প্রকাশিত ৯৪ জনের নমুনা পরীক্ষার রিপোর্টে নতুন করে ১৪ জনের পজেটিভ ও ৭৯ জনের নেগেটিভ এসেছে।

এছাড়া পুরাতন পজেটিভ একজনের আবারও কোভিড-১৯ পজেটিভ এসেছে।

ফলে রোববার (৩০ আগস্ট) পর্যন্ত পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্ট অনুযায়ী কিশোরগঞ্জ জেলায় মোট ২৫২৬ জনের করোনাভাইরাস কোভিড-১৯ পজেটিভ এসেছে।

উপজেলাওয়ারী হিসাবে, কিশোরগঞ্জ সদর উপজেলায় ৮৫৮ জন, হোসেনপুর উপজেলায় ৬৩ জন, করিমগঞ্জ উপজেলায় ১৩২ জন, তাড়াইল উপজেলায় ১০৬ জন, পাকুন্দিয়ায় উপজেলায় ১৩৯ জন, কটিয়াদী উপজেলায় ১৪৮ জন, কুলিয়ারচর উপজেলায় ১২৩ জন, ভৈরব উপজেলায় ৬০৭ জন, নিকলী উপজেলায় ৫১ জন, বাজিতপুর উপজেলায় ২০৭ জন, ইটনা উপজেলায় ৩৩ জন, মিঠামইন উপজেলায় ৪২ জন ও অষ্টগ্রাম উপজেলায় ১৭ জন এ পর্যন্ত করোনাভাইরাস কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছেন।

তাদের মধ্যে ৪৫ জন মৃত ব্যক্তি রয়েছেন। উপজেলাওয়ারী হিসেবে, কিশোরগঞ্জ সদর উপজেলার ১৪ জন, হোসেনপুর উপজেলার ২ জন, করিমগঞ্জ উপজেলার ২ জন, তাড়াইল উপজেলার ১ জন, কটিয়াদী উপজেলার ২ জন, কুলিয়ারচর উপজেলার ৩ জন, ভৈরব উপজেলার ১৪ জন, নিকলী উপজেলার ৩ জন, বাজিতপুর উপজেলার ২ জন, ইটনা উপজেলার ১ জন ও মিঠামইন উপজেলার ১ জন মৃত ব্যক্তি রয়েছেন।

সুস্থ ও মৃত ব্যক্তিদের বাদ দিয়ে বর্তমানে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৩১ জন। উপজেলাওয়ারী হিসাবে, কিশোরগঞ্জ সদর উপজেলায় ১০৫ জন, হোসেনপুর উপজেলায় ৬ জন, করিমগঞ্জ উপজেলায় ৬ জন, তাড়াইল উপজেলায় ১০ জন, পাকুন্দিয়ায় উপজেলায় ১৪ জন, কটিয়াদী উপজেলায় ১৬ জন, কুলিয়ারচর উপজেলায় ১০ জন, ভৈরব উপজেলায় ৩১ জন, নিকলী উপজেলায় ৫ জন, বাজিতপুর উপজেলায় ২১ জন, মিঠামইন উপজেলায় ৪ জন ও অষ্টগ্রাম উপজেলায় ৩ জন বর্তমানে করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি রয়েছেন।

জেলার একমাত্র উপজেলা হিসেবে ইটনা উপজেলায় বর্তমানে করোনাভাইরাস কোভিড-১৯ আক্রান্ত কোন রোগী নেই।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর