কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে নতুন ১৪ জনের করোনা, শনাক্ত বেড়ে ২৫৪০, সুস্থ বেড়ে ২২৬৯, মৃত্যু ৪৫

 কিশোরগঞ্জ নিউজ রিপোর্ট | ৩১ আগস্ট ২০২০, সোমবার, ১০:৫৪ | বিশেষ সংবাদ 


কিশোরগঞ্জে সর্বশেষ সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাতে প্রকাশিত রিপোর্টে গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে ১৪ জনের করোনাভাইরাস কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছে। অন্যদিকে নতুন করে জেলায় মোট ১৯ জন সুস্থ হয়েছেন। এছাড়া এই ২৪ ঘন্টায় জেলায় নতুন কোন মৃত্যু নেই।

নতুন করোনা শনাক্ত হওয়া ১৪ জনের মধ্যে ৩ জন কিশোরগঞ্জ সদর উপজেলায় শনাক্ত হয়েছেন। এছাড়া বাকি ১১ জনের মধ্যে বাজিতপুর উপজেলায় ৭ জন, হোসেনপুর উপজেলায় ২ জন, করিমগঞ্জ উপজেলায় ১ জন এবং কটিয়াদী উপজেলায় ১ জন শনাক্ত হয়েছেন।

নতুন সুস্থ হওয়া ১৯ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলার সর্বোচ্চ ১০ জন রয়েছেন। এছাড়া বাকি ৯ জনের মধ্যে পাকুন্দিয়া উপজেলার ৩ জন, কটিয়াদী উপজেলার ১ জন এবং বাজিতপুর উপজেলার ৫ জন রয়েছেন।

শুক্রবার (২৮ আগস্ট), শনিবার (২৯ আগস্ট), রোববার (৩০ আগস্ট) ও সোমবার (৩১ আগস্ট) জেলায় সংগৃহীত ১৩৬ জনের নমুনা এবং শুক্রবার (২৮ আগস্ট), শনিবার (২৯ আগস্ট) ও রোববার (৩০ আগস্ট) বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে সংগৃহীত ১৭ জনের নমুনা মিলিয়ে মোট ১৫৩ জনের নমুনা পরীক্ষায় নতুন করে এই ১৪ জনের কোভিড-১৯ পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে।

অন্যদিকে ১৩৭ জনের নেগেটিভ এসেছে। এছাড়া পুরাতন পজেটিভ একজনের আবারও পজেটিভ এবং অন্য জেলার একজনের কোভিড-১৯ পজেটিভ এসেছে।

সোমবার (৩১ আগস্ট) নতুন ১৪ জনের করোনা পজেটিভ আসায় জেলার ১৩টি উপজেলায় মোট ২৫৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মোট ২২৬৯ জন সুস্থ হয়েছেন। এছাড়া করোনার ছোবলে এই সময়ে ঝরে গেছে ৪৫টি মূল্যবাণ প্রাণ।

সুস্থ ও মৃত ব্যক্তিদের বাদ দিয়ে বর্তমানে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২২৬ জন।

সুস্থ ও মৃত ব্যক্তিদের বাদ দিয়ে বর্তমানে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত ২২৬ জনের মধ্যে ২২ জন হাসপাতালে এবং বাকি ২০৪ জন নিজ নিজ বাড়িতে হোম আইসোলেশনে রয়েছেন।

হাসপাতালে ভর্তি ২২ জনের মধ্যে ৪ জন কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ’তে ভর্তি রয়েছেন।

এছাড়া অন্য জেলায় শনাক্তকৃত ১ জন করোনা পজেটিভ এবং ২১ জন সাসপেক্টটেড/নেগেটিভ বিভিন্ন হাসপাতালে আইসোলেশনে রয়েছেন।

সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাত ১০টার দিকে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান কিশোরগঞ্জ নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান কিশোরগঞ্জ নিউজকে জানান, প্রকাশিত ১৫৩ জনের নমুনা পরীক্ষার রিপোর্টে নতুন করে ১৪ জনের পজেটিভ ও ১৩৭ জনের নেগেটিভ এসেছে।

এছাড়া পুরাতন পজেটিভ একজনের আবারও পজেটিভ এবং অন্য জেলার একজনের কোভিড-১৯ পজেটিভ এসেছে।

ফলে সোমবার (৩১ আগস্ট) পর্যন্ত পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্ট অনুযায়ী কিশোরগঞ্জ জেলায় মোট ২৫৪০ জনের করোনাভাইরাস কোভিড-১৯ পজেটিভ এসেছে।

উপজেলাওয়ারী হিসাবে, কিশোরগঞ্জ সদর উপজেলায় ৮৬১ জন, হোসেনপুর উপজেলায় ৬৫ জন, করিমগঞ্জ উপজেলায় ১৩৩ জন, তাড়াইল উপজেলায় ১০৬ জন, পাকুন্দিয়ায় উপজেলায় ১৩৯ জন, কটিয়াদী উপজেলায় ১৪৯ জন, কুলিয়ারচর উপজেলায় ১২৩ জন, ভৈরব উপজেলায় ৬০৭ জন, নিকলী উপজেলায় ৫১ জন, বাজিতপুর উপজেলায় ২১৪ জন, ইটনা উপজেলায় ৩৩ জন, মিঠামইন উপজেলায় ৪২ জন ও অষ্টগ্রাম উপজেলায় ১৭ জন এ পর্যন্ত করোনাভাইরাস কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছেন।

তাদের মধ্যে ৪৫ জন মৃত ব্যক্তি রয়েছেন। উপজেলাওয়ারী হিসেবে, কিশোরগঞ্জ সদর উপজেলার ১৪ জন, হোসেনপুর উপজেলার ২ জন, করিমগঞ্জ উপজেলার ২ জন, তাড়াইল উপজেলার ১ জন, কটিয়াদী উপজেলার ২ জন, কুলিয়ারচর উপজেলার ৩ জন, ভৈরব উপজেলার ১৪ জন, নিকলী উপজেলার ৩ জন, বাজিতপুর উপজেলার ২ জন, ইটনা উপজেলার ১ জন ও মিঠামইন উপজেলার ১ জন মৃত ব্যক্তি রয়েছেন।

সুস্থ ও মৃত ব্যক্তিদের বাদ দিয়ে বর্তমানে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২২৬ জন। উপজেলাওয়ারী হিসাবে, কিশোরগঞ্জ সদর উপজেলায় ৯৮ জন, হোসেনপুর উপজেলায় ৮ জন, করিমগঞ্জ উপজেলায় ৭ জন, তাড়াইল উপজেলায় ১০ জন, পাকুন্দিয়ায় উপজেলায় ১১ জন, কটিয়াদী উপজেলায় ১৬ জন, কুলিয়ারচর উপজেলায় ১০ জন, ভৈরব উপজেলায় ৩১ জন, নিকলী উপজেলায় ৫ জন, বাজিতপুর উপজেলায় ২৩ জন, মিঠামইন উপজেলায় ৪ জন ও অষ্টগ্রাম উপজেলায় ৩ জন বর্তমানে করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি রয়েছেন।

জেলার একমাত্র উপজেলা হিসেবে ইটনা উপজেলায় বর্তমানে করোনা আক্রান্ত কোন রোগী নেই।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর