কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


বাংলাদেশ শিক্ষক সমিতির কিশোরগঞ্জ জেলা সম্মেলন অনুষ্ঠিত

 স্টাফ রিপোর্টার | ২ সেপ্টেম্বর ২০২০, বুধবার, ৯:০৭ | বিশেষ সংবাদ 


‘বঙ্গবন্ধুর স্বপ্ন-দর্শন মুজিববর্ষে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস- নজরুল) কিশোরগঞ্জ জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে জেলা সদরের আলহাজ্ব সামছুদ্দিন ভূঞা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে আলহাজ্ব সামছুদ্দিন ভূঞা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমাইয়া আক্তার রুনা-কে সভাপতি, অষ্টগ্রাম আদমপুর দেওয়ান আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম-কে সাধারণ সম্পাদক ও হাজী জাফর আলী কলেজের প্রভাষক তরীকুল হাসান শাহীন-কে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

পরে বাংলাদেশ শিক্ষক সমিতির (বাশিস) কেন্দ্রীয় সভাপতি ও এমপি.ও ভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ লিঁয়াজো ফোরাম এর মুখপাত্র নজরুল ইসলাম রনি এ কমিটি অনুমোদন করেন।

সম্মেলনের প্রথম পর্বে সভাপতিত্ব করেন আলহাজ্ব সামছুদ্দিন ভূঞা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমাইয়া আক্তার রুনা।

সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জাংগালিয়া স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক আজহারুল ইসলাম, চাতল বাগহাটা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) নুরুল ইসলাম, পাকুন্দিয়া মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ আসাদুজ্জামান, শিমুলিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান, হোসেন্দী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহ মোঃ আমীনউল্লাহ, কিশোরগঞ্জ টেক্সটাইল মিলস স্কুলের সহকারী প্রধান শিক্ষক আশরাফুল হক, প্রদর্শক আতাউর রহমান সোহাগ প্রমুখ।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর