কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


চলে গেলেন গরীবের ডাক্তার খ্যাত অধ্যাপক মাওলানা আবু মুসা

 স্টাফ রিপোর্টার | ৩ সেপ্টেম্বর ২০২০, বৃহস্পতিবার, ১১:৫১ | বিশেষ সংবাদ 


গরীবের ডাক্তার হিসেবে খ্যাত কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার অন্যতম বিদ্যাপীট করিমগঞ্জ সোবহানিয়া ফাজিল মাদরাসার আরবি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাওলানা মো. আবু মুসা (৭৭) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বুধবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টায় রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে, আত্মীয়স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বাদ জোহর করিমগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে আশুতিয়াপাড়া কবরস্থানে দাফন করা হবে।

জেলার ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের করনসী গ্রামের কৃতী সন্তান অধ্যাপক মাওলানা মো. আবু মুসা কর্মসূত্রে দীর্ঘদিন যাবত করিমগঞ্জ পৌরসদরে বসবাস করে আসছেন।

সদা হাস্যোজ্জ্বল একজন সহজ, সরল, পরোপকারী ও সজ্জন মানুষ হিসেবে তিনি সুপরিচিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর