কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে তিন ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু

 কিশোরগঞ্জ নিউজ রিপোর্ট | ৩ সেপ্টেম্বর ২০২০, বৃহস্পতিবার, ৭:৫৫ | বিশেষ সংবাদ 


কিশোরগঞ্জ জেলায় বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে আড়াইটা পর্যন্ত এই তিন ঘন্টায় পানিতে ডুবে মোট ৫ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। জেলার নিকলী, করিমগঞ্জ ও মিঠামইন উপজেলায় পৃথক ঘটনায় এই ৫ জনের মৃত্যু হয়।

তাদের মধ্যে নিকলী উপজেলায় এক পরিবারের দুইজনসহ সর্বোচ্চ ৩ জন এবং করিমগঞ্জ ও মিঠামইনে একজন করে মারা যায়।

পানিতে ডুবে মারা যাওয়া ৫ জনের মধ্যে ৫ জনই শিশু। তাদের মধ্যে দুইজন ছেলে এবং তিনজন মেয়ে। তাদের বয়স ৪ থেকে ৯ বছর বয়স পর্যন্ত।

নিকলী উপজেলায় তিন শিশুর মধ্যে দুই শিশু উপজেলার জারইতলা ইউনিয়নের হাফসরদিয়া গ্রামের এবং এক শিশু দামপাড়া ইউনিয়নের কাঁঠালকান্দি গ্রামের।

এর মধ্যে জারইতলা ইউনিয়নের হাফসরদিয়া গ্রামে পুকুরের পানিতে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। তাদের নাম সায়ন (৫) ও মুন আক্তার (৪)।

তাদের মধ্যে সায়ন হাফসরদিয়া গ্রামের ভূঁইয়া বাড়ির জামান ভূঁইয়ার ছেলে এবং মুন আক্তার মিলাত ভূঁইয়ার মেয়ে।

দুপুর ১২টার দিকে খেলতে গিয়ে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে সায়ন ও মুন পড়ে গিয়ে নিখোঁজ হয়। পরে ১টার দিকে তাদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুটি শিশুকেই মৃত ঘোষণা করেন।

অন্যদিকে দামপাড়া ইউনিয়নের কাঁঠালকান্দি গ্রামে মারা যাওয়া শিশুটির নাম সুমাইয়া আক্তার (৫)। সে কাঁঠালকান্দি গ্রামের কাজল মিয়ার মেয়ে।

বেলা ১টার দিকে পরিবারের লোকজনের অজান্তে বাড়ির পাশে বর্ষার পানিতে সুমাইয়া পড়ে যায়। পরে আড়াইটার দিকে শিশুটিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে জেলার করিমগঞ্জ উপজেলার কিরাটনের গৌরারগোপ গ্রামে বিলের পানিতে ডুবে মাহিন নামের সাত বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে কিরাটন ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহাঙ্গীর আলমের ছেলে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বেলা দুইটার দিকে গৌরারগোপ গ্রামের বাড়ির পাশের বিলে জনৈক ব্যক্তির মাছ ধরার জালে শিশু মাহিনের মরদেহ উঠে আসে।

এদিকে কিশোরগঞ্জের মিঠামইনে বাড়ির পাশে খেলা করতে গিয়ে বর্ষার পানিতে ডুবে মুক্তা আক্তার (৯) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মিঠামইন উপজেলার গোপদিঘী ইউনিয়নের কাসাপুর গ্রামে পানিতে ডুবে শিশুমৃত্যুর এই ঘটনাটি ঘটেছে।

পানিতে ডুবে মারা যাওয়া শিশু মুক্তা আক্তার উপজেলার গোপদিঘী ইউনিয়নের কাসাপুর গ্রামের কবির মিয়ার মেয়ে। শিশুটির মা জোৎস্না আক্তার সংরক্ষিত আসনের সাবেক ইউপি সদস্য। শিশুটি তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর