কিশোরগঞ্জে র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশনাল টিম অভিযান পরিচালনা করে ২শ’ পিস ইয়াবাসহ মো. কফিল উদ্দিন (৪৩) ও মো. আবু বক্কর সিদ্দিক ওরফে রাজীব (২২) নামের দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় কিশোরগঞ্জ শহরের নগুয়া শেষ মোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটক হওয়া দুই ইয়াবা ব্যবসায়ীর বাড়িই জেলার পাকুন্দিয়া উপজেলার সুখিয়া ইউনিয়নে।
তাদের মধ্যে মো. কফিল উদ্দিন বাহরাম খান পাড়া গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে এবং মো. আবু বক্কর সিদ্দিক ওরফে রাজীব কোষাকান্দা গ্রামের মো. বকুল মিয়ার ছেলে।
র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন কিশোরগঞ্জ নিউজকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
লে. কমান্ডার এম শোভন খান বিএন কিশোরগঞ্জ নিউজকে জানান, বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশনাল টিম কিশোরগঞ্জ শহরের নগুয়া শেষ মোড় এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে ২শ’ পিস ইয়াবা, ইয়াবা বিক্রয়ের নগদ এক হাজার ৯শ’ টাকা এবং তিনটি মোবাইল সেট’সহ তাদের আটক করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ ইয়াবা ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে।
এ বিষয়ে তাদের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।